১৫ জুনের পর থেকে দেশ জুড়ে লকডাউন? জেনে নিন আসল সত্য

Spread the love

দেশ জুড়ে শুরু হয়েছে আনলকের প্রথম পর্যায়। আর সেই কারণে ধীরে ধীরে ছন্দে ফিরছে গোটা দেশ। তবে তারই মধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছিল একটি স্ক্রিনশট। যেখানে দাবি করা হয়েছে যে, আগামী ১৫ জুনের পরে সম্পূর্ণ লক ডাউনের ইঙ্গিত রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের দফতরের তরফে। তার সঙ্গে এও জানানো হয়েছিল বন্ধ রাখা হবে সব ধরনের পরিবহণ ব্যবস্থাও। তবে সম্প্রতি জানানো হয়েছে ওই স্ক্রিনশটটি ভুয়ো।

এমনকি, সোশ্যাল মিডিয়াতে লক ডাউন নিয়ে যে সংবাদ ছড়িয়েছে সেটাও সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি টুইটার হ্যান্ডেল পিআইবি ফ্যাক্ট চেকের তরফে জানানো হয়েছে ১৫ জুনের পরে লক ডাউন সংক্রান্ত যে সংবাদ সোশ্যাল মিডিয়াতে ঘুরছে টা মিথ্যে। সাধারণ মানুষ যাতে এই ধরনের সংবাদ বিশ্বাস না করেন তাও জানানো হয়েছে।

দীর্ঘ কয়েক দিন ধরে দেশ জুড়ে লক ডাউন চলার পরে ধীরে ধীরে কেন্দ্রের তরফে আনলকের প্রাথমিক পর্যায় শুরু হয়েছে। ধীরে ধীরে শুরু হয়েছে পরিবহণ ব্যবস্থা। কর্মীরা নিজেদের কাজেও যোগ দিচ্ছেন। সেখানে দাঁড়িয়ে এই অবস্থাতে যাতে মানুষজন ভুয়ো খবরে বিশ্বাস না করেন এবং যাতে তা একবার যাচাই করে নেন তাও জানানো হয়েছে।

আনলকের প্রাথমিক পর্যায়ে বেশ কিছু পরিষেবা খোলা হলেও নিষেধাজ্ঞা জারি রয়েছে অন্যান্য ক্ষেত্রে। যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। ধর্মীয় স্থানের ক্ষেত্রে জারি রয়েছে নিষেধাজ্ঞা।

পাশপাশি অন্যান্য ক্ষেত্রেও জারি রয়েছে নিষেধাজ্ঞা। এছাড়াও মানুষজন যাতে নিজেরা সতর্ক হন সেই বিষয়েও জানানো হয়েছে। নিজেরা সতর্ক থাকলে এবং সচেতন হলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে বলে জানানো হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*