বাংলায় করোনা পরিস্থিতি গোষ্ঠী সংক্রমণের দিকে যাচ্ছে। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে এমনই জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সংক্রমণের শৃঙ্খল ভাঙতে এবার থেকে প্রতি সপ্তাহে একদিন বা দু’দিন করে রাজ্যজুড়ে পুরো মাত্রায় লকডাউন হবে বলে জানিয়েছেন তিনি।
স্বরাষ্ট্রসচিব জানিয়েছেন, চলতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার রাজ্যজুড়ে পুরোপুরি লকডাউন থাকবে। আগামী সপ্তাহে বুধবার রাজ্যজুড়ে পুরোপুরি লকডাউন জারি করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। পরিবহন, অফিস-সহ সমস্তকিছু এর আওতায় থাকবে। সপ্তাহের কোন কোন দিন রাজ্যজুড়ে লকডাউন জারি থাকবে তা প্রতি সপ্তাহের সোমবার উচ্চ পর্যায়ের এক বৈঠকে স্থির করা হবে বলে মুখ্যসচিব জানিয়েছেন। এছাড়া কনটেইনমেন্ট জোনগুলিতে যে লকডাউন চলছে তা আগের মতোই জারি থাকবে।
রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে এদিন নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, এডিজি (আইনশৃঙ্খলা), কলকাতার পুলিশ কমিশনারের মতো পদস্থ আধিকারিকরা। বৈঠকে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য দফতরের রিপোর্টের উপরে সবিস্তার আলোচনা হয়। এই বৈঠকেই আপাতত ২৯ জুলাই পর্যন্ত সপ্তাহে একদিন বা দু’দিন রাজ্যজুড়ে কঠোরভাবে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়।
আলাপনবাবু আরও বলেন, প্রতি সপ্তাহের শুরুতেই উচ্চ পর্যায়ের এই কমিটি বৈঠক করে সেই সপ্তাহে কোন দিন লকডাউন করা হবে তা সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করবে। অর্থাৎ প্রতি সপ্তাহে নির্দিষ্ট দু’দিনে লকডাউন হবে এমন নয়।
এর আগে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকার ও ওড়িশায় নবীন পট্টনায়েক সরকারও সপ্তাহে দু’দিন লকডাউন জারি করেছে। যদিও ওড়িশা, উত্তরপ্রদেশ দুই রাজ্যেই শনি ও রবিবার লকডাউন হচ্ছে। বাংলায় কাজের দিনেই লকডাউন ঘোষণা করেছে নবান্ন। এই সপ্তাহের দু’দিন ও আগামী সপ্তাহের এক দিন–এই তিনটেই কাজের দিন।
এদিন স্বরাষ্ট্রসচিব বলেন, ডাক্তার ও বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন বাংলায় কোথাও কোথাও গোষ্ঠী সংক্রমণ তথা কমিউনিটি স্প্রেড শুরু হয়েছে। তাই সেই শৃঙ্খল ভাঙতেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
তবে কোন সপ্তাহে কবে লকডাউন হবে তা আগে থেকে জানা যাবে না। সেই সপ্তাহের গোড়াতে বৈঠকের পর রাজ্য সরকার ঘোষণা করবে। এ নিয়ে জনমানসে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অনেকের মতে, আগে থেকে জানা থাকলে সেই মতো কাজ কর্ম ঠিক করে রাখা যায়। যে দিন কাজ থাকবে সে দিন যদি সরকার লকডাউন ঘোষণা করে তা হলে মুশকিল।
গত সপ্তাহেও রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা সাংবাদিক বৈঠকে বলেছিলেন, রাজ্যে পুরো লকডাউনের কোনও সম্ভাবনা নেই। বিভিন্ন মহলে সেই কথা স্রেফ অনুমানের বশবর্তী হয়েই বলা হচ্ছে বলে জানিয়েছিলেন তিনি। কিন্তু এদিন দেখা গেল রাজ্য সরকার সিদ্ধান্ত নিল সপ্তাহে দু’দিন পূর্ণ লকডাউন হবে রাজ্য জুড়ে।
সেই লকডাউনের নির্দিষ্ট গাইডলাইন এখনও নবান্নের তরফে ঘোষণা না করা হলেও সরকারের অনেকের মতে, অত্যাবশ্যকীয় পণ্যের দোকান ও জরুরি পরিষেবা বাদ দিয়ে বাকি সব কিছু বন্ধ থাকবে এই সময়ে। সাধারণ মানুষের সুবিধার্থে এ দিন রাজ্য প্রশাসনের তরফে দু’টি হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে ৷ সেগুলি হল ইন্টেগ্রেটেড হেল্পলাইন নম্বর- ১৮০০৩১৩৪৪৪২২২, ০৩৩-২৩৪১২৬০০ এবং টেলি মেডিসিন কনসাল্টেশন নম্বর ০৩৩-২৩৫৭৬০০১ ৷
Be the first to comment