রবিবার চতুর্থ দফার লকডাউনের মেয়াদ শেষের আগে শনিবার সন্ধেবেলা পঞ্চম দফার লকডাউন ঘোষণা করেছেন কেন্দ্রীয় সরকার। কী খুলবে কী খুলবে না তার গাইডলাইনও জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেই গাইডলাইনে শপিংমল, রেস্তোরাঁ, ধর্মীয় উপাসনার স্থান খোলার অনুমতি দিলেও বেশ কিছু ক্ষেত্রকে ‘আন লক’ করল না কেন্দ্র।
ওই গাইডলাইনে বলা হয়েছে, হাতে গোনা বেশকিছু ক্ষেত্র ৩০ জুন পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে। সেগুলি হল- মেট্রো রেল, সিনেমা হল, জিম, সুইমিং পুল, বিনোদন পার্ক, থিয়েটার, পানশালা, যে কোনও ধরনের অডিটরিয়াম।
স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, এই সময়ে কোনও ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় জমায়েত করা যাবে না। সাংস্কৃতিক বা শিক্ষামূলক কোনও অনুষ্ঠানেও জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ। খেলার মাঠেও লোক জড়ো হতে পারবেন না।
মেট্রো রেল নিয়ে স্পষ্ট করে বলা হলেও লোকাল ট্রেন নিয়ে কেন্দ্রের নির্দেশিকায় কিছু বলা হয়নি। ফলে তা নিয়ে অনেকের মধ্যেই একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানও এখন খুলছে না বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। যে ক্ষেত্রগুলি খোলার ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রক সবুজ সংকেত দিয়েছে সেটাকে বলা হয়েছে ‘আন লক- ফেস ওয়ান।” অর্থাৎ অর্থনৈতিক কর্মকাণ্ড ধীরে ধীরে শুরু করা হবে। ‘ফেস টু’ অর্থাৎ দ্বিতীয় ধাপে কেন্দ্রীয় সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনের সঙ্গে কথা বলে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
তবে কন্টেইনমেন্ট জোনে জরুরি পরিষেবা ছাড়া অন্য কিছুই খুলবে না। সেইসঙ্গে কেন্দ্র নাইট কার্ফুরও সময় ১২ ঘণ্টা থেকে কমিয়ে ৮ ঘণ্টা করেছে। চতুর্থ দফায় সন্ধে সাতটা থেকে সকাল সাতটা পর্যন্ত নাইট কার্ফু জারি করেছিল কেন্দ্র। পঞ্চম দফায় তা লাগু থাকবে রাত ন’টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত।
Be the first to comment