ঝড়ের গতিতে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। এক সপ্তাহের জন্য সারা দেশে ফের লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রশাসন। আগামী সোমবার ৫ এপ্রিল থেকে টানা সাত দিন লকডাউন বলবৎ থাকবে গোটা দেশে।
শনিবার আওয়ামি লিগ জেনেরাল সেক্রেটারি তথা সড়ক পরিবহন এবং সেতু দফতরের মন্ত্রী ওবায়দুল কাদের বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। একইসঙ্গে নিজ বাসভবন থেকে সাংবাদিক বৈঠক করেও এ কথা জানিয়েছেন সংবাদমাধ্যমকে। ৫ এপ্রিল থেকে লকডাউন শুরু হচ্ছে। মন্ত্রী জানিয়েছেন, এই সাতদিন সমস্ত অফিস-আদালত এই সময়ে বন্ধ থাকবে।
তবে শিল্প কলকারখানায় রোটেশন পদ্ধতিতে কাজ হবে। তবে সব ধরনের জরুরি পরিষেবা চালু থাকবে। উল্লেখ্য, গত সাত মাসের মধ্যে শুক্রবারেই করোনা সংক্রমণের হার সব চেয়ে বেশি ছিল। শতাংশের হিসেবে ২৩.২৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ৫০জনের মৃত্যু হয়েছে বাংলাদেশে। ফলে ফের ভয়ের পরিস্থিতি তৈরি হচ্ছে বলেই মত দেশের প্রশাসনের। তাই তাতে লাগাম টানতেই সম্ভবত এমন সিদ্ধান্ত।
Be the first to comment