করোনা পরিস্থিতিতে রাজ্যে লকডাউন কি বাড়বে? একটু পরেই সাংবাদিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সাংবাদিক বৈঠক থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন মমতা। শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্স করেন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। ওই বৈঠকে ছিলেন মমতাও। করোনা পরিস্থিতিতে লকডাউনের মেয়াদ বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে বলে খবর।
শুক্রবার নবান্নে মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছিলেন, ”রাজ্যের কয়েকটি জায়গাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওই জায়গাগুলোতে সম্পূর্ণ লকডাউন করার ভাবনাচিন্তা চলছে। করোনা মোকাবিলায় এছাড়া আমাদের কোনও উপায় নেই”। তবে কোন কোন জায়গা হটস্পট বলে চিহ্নিত করেছে রাজ্য সরকার, তা স্পষ্ট করে জানাননি মুখ্যসচিব।
ক’দিন আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, লকডাউন বাড়ানো হলে মানবিকভাবে করা হোক। লকডাউনে কড়াকড়ি হোক, কিন্তু বাড়াবাড়ি নয়। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেছিলেন, ”আগামী ২-৩ সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ”।
Be the first to comment