পশ্চিমবঙ্গে আরও ১৫ দিন বাড়তে পারে লকডাউন। কিছুক্ষণের মধ্যেই এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করতে পারে রাজ্য সরকার। একইসঙ্গে গোটা দেশে আরও ১৫ দিন লকডাউন বাড়ানোর ঘোষণা হতে পারে কেন্দ্রের তরফেও।
করোনা পরিস্থিতি পর্যালোচনায় শনিবার সকালেই মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
লকডাউন উঠে গেলে এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। তাই লকডাউন বাড়ানোর পক্ষেই রায় দিয়েছেন অধিকাংশ রাজ্যের মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই ওডিশা, পঞ্জাব ও রাজস্থানে লকডাউন বাড়ানো হয়েছে। এবার পশ্চিমবঙ্গেও সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের খবর।
সূত্রের খবর রাজ্যের সাতটি জেলায় বেশ কিছু হটস্পট চিহ্নিত করা হয়েছে। কলকাতার পুর এলাকা, উত্তরবঙ্গের কালিম্পং, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, নদিয়া রয়েছে সেই তালিকায়। যেখান থেকেই করোনা আক্রান্ত হওয়ার খবর আসছে সেই এলাকাই হটস্পট বলে ধরে নিচ্ছে রাজ্য সরকার। ফলে নির্দিষ্ট ভাবে কোন এলাকা এই তালিকায় আসতে চলেছে, তা আগে থেকে বলা যাচ্ছে না।
ওই সব এলাকায় খাবারদাবার সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বাড়িতে পৌঁছে দেবে প্রশাসন। বাইরে থেকেও এই সব এলাকায় ঢুকতে পারবেন না কেউ। অত্যন্ত জরুরি কোনও কারণে ঢুকতে হলে প্রশাসনের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। নইলে মহামারি আইনে দায়ের হবে মামলা।
বৃহস্পতিবার রাজ্যে ১২জন নতুন আক্রান্তের সন্ধান মিলেছে। গোটা রাজ্যে এখন আক্রান্তের সংখ্যা ৮০। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ইতিমধ্যেই তিন জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এদিকে, রাজ্যের করোনা সংক্রমণ মোকাবিলায় একটি বিশেষ কমিটি গঠন করেছে সরকার। ‘ডেটা অ্যানালাইসিস সেল’ নামে এই বিশেষ কমিটি যে বিষয়টি দেখবে,তা হল কোন এলাকায় বেশি সংক্রমণ ঘটছে, সেই এলাকাগুলিকে চিহ্নিত করা৷ এরপর সেখানে আরও বেশি করে করোনা পরীক্ষার ব্যবস্থা করা৷
Be the first to comment