রাজ্যে লকডাউনে কড়াকড়ি! শুনশান রাস্তাঘাট, চলছে ধরপাকড়ও

Spread the love

জরুরি পরিষেবা ছাড়া সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানই এ দিন বন্ধ। চলছে না জনপরিবহণও। চলছে পুলিশের বিশেষ নজরদারি। রাস্তাঘাট ছেয়ে ফেলেছে কলকাতা ও জেলা পুলিশ। বিভিন্ন এলাকায় টহলদারি চালাচ্ছেন পুলিশকর্মীরা। রাস্তায় লোকজনকে বেরোতে দেখলেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রয়োজন না-থাকলে প্রথমে বাড়ি চলে যেতে বলা হচ্ছে। না-শুনলে নবান্নের নির্দেশ অনুযায়ী লকডাউন ভাঙার অপরাধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

তবেঁ চিকিৎসা ও জরুরি প্রয়োজনে গাড়ি চলাচলে ছাড় দেওয়া হয়েছে। ব্যক্তিগত গাড়িও ব্যবহার করা যাবে। যদিও পুলিশ ধরলে উপযুক্ত প্রমাণপত্র পেশ করতে হবে। পুলিশ সূত্রের খবর, করোনা-পর্বে প্রথম দিকে যে ভাবে লকডাউন চলছিল, সে রকমই কড়া ভাবে লকডাউন কার্যকরী করা হবে সপ্তাহে দু’দিন করে।

এদিকে কলকাতায় লকডাউন নিশ্চিত করতে ৩০টি পয়েন্টে বিশেষ নাকা চেকিংয়ের বন্দোবস্ত রয়েছে। দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা এবং হাওড়ার দিক দিয়ে কলকাতায় ঢোকার প্রতিটি পয়েন্টে চলছে নাকা চেকিং। শহরের বাজারগুলিও বন্ধ। বাজারে স্থানীয় থানার পাশাপাশি লালবাজার থেকেও বাহিনী মোতায়েন করা হয়েছে। তিনটি অতিরিক্ত কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখানে বাড়তি বাহিনীও রয়েছে।

পাশাপাশি রাসবিহারী, মহাত্মা গান্ধী রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, টালিগঞ্জ থেকে শুরু করে বেহালা, যাদবপুর— কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় বসানো রয়েছে পুলিশ পিকেট। কাশীপুর ও বেলগাছিয়া অঞ্চলে সংক্রমণের মাত্রা প্রচুর হওয়ায় সেখানেও ব্যাপক বাহিনী নামিয়েছে পুলিশ। পাইকপাড়া, পূর্ব সিঁথির বিভিন্ন অলিগলিও চলছে পুলিশি টহলদারি।

গত ২৪ ঘণ্টায় শহরে মাস্ক ছাড়া ঘোরাঘুরির জন্য ৩৮১ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ। এ ছাড়াও নিয়ম ভেঙে জটলা করায় ২৫৪ জন, যেখানে সেখানে থুতু ফেলার অভিযোগে ২০ জনের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। ৫২টি এফআইআর করেছে পুলিশ।

এই সপ্তাহে আগামী পরশু অর্থাৎ শনিবার ফের লকডাউন হতে চলেছে। ফের আগামী সপ্তাহে বুধবার হবে পূর্ণ লকডাউন। বুধবার ছাড়া পরের সপ্তাহে আর কোন দিন লকডাউন হবে তা সোমবার বৈঠকের পরে ঠিক করা হবে। এ দিকে, ২৫ থেকে ৩১ জুলাই পুরোপুরি লকডাউন থাকছে বারাসতে। আগামী রবিবার থেকে পরের রবিবার পুরো লকডাউন থাকবে বনগাঁতেও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*