কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। তাই বিহার থেকে তুলে নেওয়া হল লকডাউন। ৮ জুন মঙ্গলবার মুখ্যমন্ত্রী নিতীশ কুমার টুইট করে জানিয়েছেন, লকডাউনের কারণে করোনা সংক্রমণ হ্রাস পেয়েছে। অতএব, লকডাউন তুলে নিয়ে জারি থাকবে নাইট কার্ফু। সন্ধ্যা ৭ টা থেকে পরের দিন সকাল ৫ টা পর্যন্ত জারি থাকবে কার্ফু। ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে সরকারি ও বেসরকারি অফিসগুলি বিকেল ৪ টা পর্যন্ত খোলা থাকবে। দোকান খুলে রাখার সময় বিকেল ৫ টা ৫০ মিনিট পর্যন্ত বাড়ানো হল।
এছাড়া তিনি এও জানিয়েছেন, অনলাইনে পড়োশোনা চালু থাকবে। বেসরকারি ও ব্যক্তিগত গাড়ি চলাচল করতে দেওয়া হবে। এই ব্যবস্থা আগামী এক সপ্তাহের জন্য কার্যকর হবে। তবুও, অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
Be the first to comment