বাংলায় মহামারি আইন লাগু হয়েছে৷ লকডাউনে মানুষকে ঘরে থাকতে বলা হচ্ছে৷ তা-সত্ত্বেও কিছু মানুষ বিনা প্রয়োজনে বাইরে বেরিয়ে আসছে৷ এবার তাদের চিহ্নিত করে গ্রেফতার করবে কলকাতা পুলিশ৷ তার জন্য ড্রোনের মাধ্যমে কড়া নজরদারি কলকাতা পুলিশের৷ লকডাউন উপেক্ষা করে বিনা প্রয়োজনে রাস্তায় বেরিয়ে প্রতিদিনই কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হচ্ছে অনেকে৷ রবিবারও দুপুর ১২টা পর্যন্ত কলকাতা পুলিশ ২৬৭ জনকে গ্রেফতার করেছে৷
পাশাপাশি ৪৫টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে৷ এই পর্যন্ত গ্রেফতারের সংখ্যাটা দাঁড়িয়েছে কয়েক হাজার৷ কলকাতার বড়বাজার পোস্তা এলাকায় শনিবার ড্রোন ওড়িয়ে নজরদারি চলে৷ কালাকার স্ট্রিটের বিভিন্ন অলিগলিতে ড্রোন উড়িয়ে দেখা হচ্ছিল কোন কোন এলাকায় বেশি ভিড় হচ্ছে৷ এভাবে কলকাতার বিভিন্ন এলাকায় ড্রোন উড়িয়ে চলবে নজরদারি৷ এমনটাই লালবাজার সূত্রে খবর৷
অভিযোগ, লকডাউন মানা হচ্ছে না রাজ্যের বেশ কিছু এলাকায়৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও এই মর্মে চিঠি দিয়েছে নবান্নকে৷ তারপরই নাকি লকডাউনে নজরদারিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে কলকাতা পুলিশ৷ বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যথেষ্ট কড়া নয় করোনার মোকাবিলায়। রাজ্যের বিভিন্ন জায়গায় লকডাউনের মতো পরিস্থিতিতেও নিয়ম কানুন মানা হচ্ছে না। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এমনই অভিযোগ জানিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
শনিবার রাজ্যের কাছে এই চিঠি এসে পৌঁছয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে এই লকডাউনেও রাজ্যের বহু জায়গায় করোনা ভাইরাস প্রতিরোধে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছিল, তা অনেকাংশেই পালন করা হয়নি। রাজ্যের রাজাবাজার, নারকেলডাঙ্গা, তোপসিয়া, মেটিয়াবুরুজের মতো এলাকায় সোশ্যাল ডিসট্যান্স মেনে চলা হয়নি কোনওভাবেই। এছাড়াও ইচ্ছামত ধর্মীয় জমায়েত হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। পুলিশ প্রশাসন নির্বিকার ছিল কীভাবে, সে প্রশ্ন তোলা হয়েছে চিঠিতে।
পাশাপাশি, যেভাবে রাজনৈতিক ফায়দা তোলার জন্য বিভিন্ন নেতারা রেশন বিলি করেছেন ও জমায়েত করেছেন, তা একেবারেই সমর্থনযোগ্য নয়। এর ফলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ জানিয়েছে, যেন গোটা বিষয়টি পর্যালোচনা করে নজরদারি বাড়ানো হয়। কড়া পদক্ষেপ নিক রাজ্য, চাইছে স্বরাষ্ট্রমন্ত্রক।
Be the first to comment