আজ রবিবার তৃতীয় দফার লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে। সোমবার থেকেই চতুর্থ দফার লকডাউন শুরু হচ্ছে। সূত্রের খবর, আগামী আরও দুসপ্তাহ বাড়তে পারে লকডাউন। লকডাউনের মধ্যেও ক্রমশ বাড়ছে সংক্রমণ। পরিস্থিতির কথা ভেবেই লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। গোটা দেশজুড়ে যখন বাড়ছে লকডাউন তখন কারফিউ তুলে নেওয়ার ঘোষণা করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং।
রাজ্যজুড়ে কার্ফু তুলে নিলেও এখনই লকডাউন উঠছে না, স্পষ্ট জানিয়ে দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। ক্যাপ্টেন অমরিন্দর আজ শনিবার ঘোষণা করেছেন যে আগামী ৩১ মে পর্যন্ত লকডাউন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে, লকডাউন থাকলেও রাজ্যের নন-কন্টেনমেন্ট জোনে ১৮ মে থেকে সীমিত সংখ্যক গণপরিবহণ চালু হবে বলে তিনি জানিয়েছেন। সেই সঙ্গে যতটা সম্ভব ছাড়া দেওয়া যায়, তা-ও রাজ্য দেবে বলে সে রাজ্যের মানুষকে আশ্বস্ত করেছেন অমরিন্দর।
অন্যদিকে, ১৮ মে থেকে শুরু হবে চতুর্থ দফার লকডাউন। আর তার জন্য গাইডলাইন সম্ভবত রবিবারই ঘোষণা করা হবে। প্রধানমন্ত্রী আর নতুন করে কোনও ভাষণ দেবেন না, শুধু স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে নতুন গাইডলাইন জারি করা হবে। তবে এবারের লকডাউন যে আগের গুলোর থেকে একেবারেই আলাদা হবে, সেই ইঙ্গিতও আগেই দিয়েছেন প্রধানমন্ত্রী।
আর সেই গাইডলাইন তৈরি করতে আজ শুক্রবার দফায় দফায় বৈঠক করেছেন অমিত শাহ। যেখানে স্বরাষ্ট্রমন্ত্রকের উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও, অন্যান্য মন্ত্রকের আধিকারিকরাও ছিলেন উপস্থিত।
২৫ মার্চ থেকে যে লকডাউন শুরু হয়েছিল, তা শেষ হয় ১৪ এপ্রিল। এরপর সেই লকডাউন ফের বাড়ানো হয় ৩ মে পর্যন্ত। এরপর ১৭ মে পর্যন্ত আবার লকডাউন বাড়ানো হয়েছে। মনে করা হচ্ছে চতুর্থ দফার লকডাউনে বাণিজ্যিক কাজকর্মে কিছু পরিবর্তন আসবে আর সাধারণ মানুষকে আরও বেশি করে নিজেদের সুরক্ষার দিকে নজর দিতে হবে। পাশাপাশি পঞ্জাবে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত ১,৯৩৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জনের সংক্রমণ ধরা পড়েছে। করোনায় রাজ্যে মৃত্যু হয়েছে ৩২ জনের।
Be the first to comment