বুধবারের পর শনিবার ফের লকডাউন রাজ্যে। কার্যত বনধের পরিবেশ রাজ্য জুড়ে। তবে অবশ্যই বিপরীত চিত্রও আছে। কিন্তু এবার লকডাউন সফল করতে সক্রিয় ভূমিকায় রয়েছে পুলিশ প্রশাসন। তবে শুধুমাত্র কলকাতা না, গোটা রাজ্য জুড়েই লকডাউন পালনে ভূমিকা নিচ্ছে পুলিশ। সকাল থেকেই টহল শুরু হয় তেহট্ট, কান্দি, দুর্গাপুর, কোচবিহারের রাস্তায়। দেখা যায়, সব রাস্তাই জনশূন্য, লোক বা গাড়ি প্রায় নেই বললেই চলে।
শনিবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজ্যে লকডাউনের বিধিনিষেধ জারি থাকবে বলে আগেই জানানো হয়েছিল। চলতি সপ্তাহেই বৃহস্পতিবার প্রথম দফায় লকডাউন পালনের পর এটা দ্বিতীয় দিন।
কড়া মাত্রায় লকডাউন চললেও একাধিক পরিষেবায় ছাড় রয়েছে। লকডাউনে যেসমস্ত জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় মিলবে তার মধ্যে রয়েছে স্বাস্থ্য পরিষেবা। স্বাস্থ্যকর্মী ও রোগীদের নিয়ে বেসরকারি এবং ব্যক্তিগত গাড়িতে যাতায়াত করা যাবে।
এছাড়া আইনশৃঙ্খলার ক্ষেত্রে ছাড় রয়েছে। আদালত, সংশোধনাগারে পরিষেবা ও দমকল লকডাউনের বাইরে রাখা হয়েছে। ছাড় দেওয়া হয়েছে ই-কমার্সকেও। ওষুধের দোকান রয়েছে খোলা।
কৃষিকাজ ও চা বাগানেও কাজ হচ্ছে। রান্না করা খাবারের হোম ডেলিভারিকে লকডাউনের আওতা থেকে ছাড় দেওয়া হয়েছে। কাজ করে চলেছে মুদ্রণ ও বৈদ্যুতিন সংবাদমাধ্যমও।
Be the first to comment