কাটমানি নেওয়ার বিষয়টি মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এমনটাই দাবি করলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। লকেট বলেন, তৃণমূল নেতারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাটমানি নিয়ে থাকেন। এদিন সংসদের জিরো আওয়ারে এই ভাবেই কাটমানি ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে বিঁধলেন লকেট। পাশাপাশি তিনি আজ সংসদে দাবি করেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করেছেন যে তাঁর নেতারা কাটমানি নেন।
এদিন লকেট আরও অভিযোগ করেন, তৃণমূলের নিচু তলার কর্মী থেকে উপর মহল, সবাই কাটমানি নেন। মুখ্যমন্ত্রী তাঁদেরকে ২৫ শতাংশ রেখে বাকিটা তাঁকে দিয়ে দিতে বলেন।প্রসঙ্গত কাটমানি ইস্যুতে এর আগে রাজ্যে এসে মমতাকে আক্রমণ করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। কাটমানি ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলেছিলেন তিনি। এছাড়া তৃণমূলের কাটমানি ইস্যুতে সরব হয়েছে বিজেপি রাজ্য নেতৃত্বও।
শুনুন কী বললেন লকেট?
Be the first to comment