মঙ্গলবার রাজ্যের তৃতীয় দফা নির্বাচনে উত্তপ্ত চুঁচুড়া। বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের আপ্ত-সহায়ককে চড় মারার অভিযোগ উঠল। কাঠগড়ায় রাজ্য পুলিশ। ঘটনার জেরে গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের নিয়ে জি-টি রোড অবরোধ করে রাস্তাতেই ধরণায় বসেন লকেট।
প্রসঙ্গত, এদিন হুগলির মোট ৮টি কেন্দ্রে যখন ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে তখন সংশ্লিষ্ট জেলারই আরেক কেন্দ্র চুঁচুড়ায় রীতিমতো রণক্ষেত্র পরিস্থিতির সৃষ্টি হল। চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক বিবেক মিশ্রকে রাস্তায় প্রকাশ্যে চড় মারার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে।
পদ্ম শিবিরের অভিযোগ, মঙ্গলবার বিবেক নিজের বাইক নিয়েই চুঁচুড়ার রবীন্দ্রনগর বাজারে গিয়েছিলেন। সেখানেই উপস্থিত পুলিশ কর্মীদের সঙ্গে বচসায় জড়ান তিনি। বাক-বিতণ্ডা এমন পর্যায়ে পৌঁছয় যে, বচসার মাঝেই এক পুলিশকর্মী বিজেপি প্রার্থীর আপ্ত-সহায়ক বিবেককে চড় কষিয়ে দেন।
অন্যদিকে, এই ঘটনা কানে আসতেই গেরুয়া শিবিরের অনুগামীদের নিয়ে রবীন্দ্রনগর বাজারে যান লকেট চট্টোপাধ্যায়। সেখানে গিয়ে প্রথমে জি টি রোড অবরোধ করেন। এরপর রাস্তাতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন। যার জেরে ব্য়াপক যানজটের সৃষ্টি হয় জিটি রোডে।
সূত্রের খবর, লকেটের সঙ্গে এই বিক্ষোভ যোগ দেন চন্দননগরের বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহও। এপ্রসঙ্গে লকেটের দাবি, “বিনা প্ররোচনায় বিবেকের গায়ে হাত তোলা হয়েছে। তৃণমূলের নির্দেশেই পুলিশ এই কাজ করেছে। দোষীকে শাস্তি দিতে হবে।”
বিজেপির বিক্ষোভ প্রদর্শনের মাঝেই ঘটনাস্থলে আসেন চন্দননগর কমিশনারেটের সহকারী পুলিশ কমিশনার পলাশ ঢালি। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করেন লকেট এবং তাঁর অনুগামীরা। সংশ্লিষ্ট ঘটনায় বেশ কিছুক্ষণের জন্য পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও পরে অবরোধ তুলে নেয় বিজেপি।
Be the first to comment