মিড মিলে পড়ুয়াদের দেওয়ার জন্য কেনা হয়েছে ২৫ হাজার টাকার ডিম ৷ এদিকে স্কুলে পড়ুয়াদের পাতে দেওয়া হচ্ছে শুধুই সেদ্ধ ভাত আর নুন ৷ ঘটনাটি ঘটেছে চুঁচুড়া বালিকা বাণীমন্দিরে ৷ দিনের পর দিন এই স্কুলে মিড ডে মিলের মেনুতে কোনও দিন সেদ্ধ ভাত, আবার কোনওদিন বা মেলে ফ্যান ভাত ৷ তবে অভিযোগ জানিয়েও সুরাহা মেলেনি ৷ আর সোমবার এমন খবর পেয়ে নিজেই স্কুলে হাজির হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ এদিন তিনি কথা বললেন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে। লকেট জানান, সংশ্লিষ্ট মহলে তিনি অভিযোগ জানাবেন ৷ এদিন তিনি দেখা করেন জেলাশাসকের সঙ্গেও।
এদিন সাংবাদিকদের মুখোমুখি লকেট বলেন, স্কুলের জন্য ২৫ হাজার টাকায় ৫ হাজার ডিম কেনা হয়েছে। কিন্তু, ছাত্রীরা ডিম পাচ্ছে না। ২৫৬ বস্তা চালের কোনও হদিশ নেই। কয়েক মাস ধরে ফেনা ভাত, কখনও সিদ্ধ ভাত খাওয়ানো হচ্ছে। অনেক অভিযোগ করলেও কোনও সুরাহা হয়নি।
Be the first to comment