বিধানসভা নির্বাচনে তাঁর জয় নিয়ে আশাবাদী ছিল গেরুয়া শিবির। কিন্তু হুগলিতে কার্যত ভরাডুবি হয়েছে বিজেপির। হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও চুঁচুড়া কেন্দ্রে তৃণমূল প্রার্থী অসিত মজুমদারের কাছে পরাজিত হয়েছেন। লকেট কেন হারলেন ভোটে?এবার এই প্রশ্নের জবাব খুঁজছেন নেত্রী স্বয়ং।
ভোটের ফলাফল ঘোষণার পর একটি ভিডিয়ো বার্তায় লকেট চট্টোপাধ্যায় জানান, ‘আমাদের সকলের মন খারাপ। হুগলির বিধানসভা কেন্দ্রের এই হার শিকার করে নিচ্ছি। মানুষ যে রায় দিয়েছে তা মেনে নিচ্ছি। কেন এই হার হল, তা নিয়ে আমি আশ্চর্য। এই নিয়ে আমার প্রত্যেকটি কার্যকর্তার মতামত প্রয়োজন। প্রত্যেকটি বুথে বুথে কথা বলব। আমাদের নিজেদের ভুল-ত্রুটিগুলো শিকার করতে হবে। আমি দোষী। কার্যকর্তাদের উদ্দেশে বলছি আপনারা সকলের মন জিতে নিয়েছেন। কিন্তু কেন এই হার, আপনাদের কী মনে হয়, তা আমাকে জানান।’
উল্লেখ্য, বাংলা দখলে এবার ঝাঁপিয়ে পড়েছিল বিজেপি। উনিশের লোকসভা নির্বাচনে বঙ্গে বিজেপির উত্থানের পরই ‘সোনার বাংলা’ গড়ার লক্ষ্যে পুরোদমে আসরে নামেন মোদী-শাহরা। কিন্তু বিধানসভা নির্বাচনে কার্যত ভরাডুবি হয়েছে গেরুয়া শিবিরের। কেন এমন ভরাডুবি হল, এই নিয়ে এবার সরব হলেন অমিত শাহ। বাংলার ভোটে দলের ভরাডুবির কারণ জানতে চেয়েছেন অমিত শাহ, এমনটাই জানালেন রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়।
Be the first to comment