প্রখ্যাত ফরাসী বেহালা বাদক দিদিয়ের লকউড ৬২ বছরে মারা গেলেন

French jazz violinist Didier Lockwood poses during a photo session in Paris on May 31, 2017. / AFP PHOTO / JOEL SAGET
Spread the love

প্রখ্যাত ফরাসী জাজ বেহালা বাদক দিদিয়ের লকউড রবিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। তার বয়স হয়েছিল ৬২ বছর। সূত্রের খবর, লকউড তার মৃত্যুর আগের রাতেই প্যারিস জাজ ভেন্যু ব্যাল ব্লোমেটে বেহালা পরিবেশন করেন। তাঁর এজেন্ট জানান, ‘তার স্ত্রী, তিন মেয়ে, আত্মীয়-স্বজন, এজেন্ট, সহকর্মীদের তরফ থেকে অত্যন্ত দুঃখের সাথে দিদিয়ের লকউডের আকস্মিক প্রয়াণের খবর জানানো হচ্ছে।’ লকউড মাত্র ২০ বছর বয়সে আমন্ত্রিত হয়ে ইউরোপীয় সফরে যান। এর মাধ্যমেই মহান এই সঙ্গীত শিল্পির আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়। তিনি বিশ্বজুড়ে ৪ হাজার পাঁচশো কনসার্ট করেন এবং তার ৩৫টির বেশি রেকর্ড বের হয়। লকউডের স্ত্রী প্যাট্রিসিয়া পেটিবোন ফ্রেঞ্চ বারোক সঙ্গীত অনুবাদের জন্য সুখ্যাতি লাভ করেছেন। তিনি একজন সুকণ্ঠী গায়িকা। এই দম্পতি অতি সম্প্রতি একটি অ্যালবামও বের করেছিলেন। দিদিয়ের লকউড অপর এক ফরাসী জাজ কিংবদন্তী গ্রাপেলির সঙ্গে একটি জাজ উৎসবে বেহালা পরিবেশন করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*