
রোজদিন ডেস্ক, কলকাতা:- কাশ্মীরে পৌঁছালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এরপরই শ্রীনগরে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে দেখা করেন রাহুল। পরিস্থিতি সম্পর্কে মুখ্যমন্ত্রীর কাছ থেকে খোঁজখবরও নেন কংগ্রেস সাংসদ। এরপই বাদামিবাগে ক্যান্টনমেন্ট এলাকায় আর্মি বেস হাসপাতালে যান রাহুল। পহেলগাঁওকাণ্ডে আহতদের অনেকে ওই হাসপাতালে ভর্তি। তাঁদের সঙ্গে কথা বলেন লোকসভার বিরোধী দলনেতা। এদিন বিকেলেই লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গে বৈঠক রয়েছে বিরোধী দলনেতার। বৈঠক শেষে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন রাহুল গান্ধী।
জঙ্গি হামলায় রক্তাত্ত ভূস্বর্গ। ২৮ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর পর দেশজুড়ে জোরাল হচ্ছে প্রত্যাঘাতের দাবি। সর্বদলীয় বৈঠকে জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছে বিরোধী দলগুলো। এবিষয়ে বিরোধী দলগুলো মোদি সরকারের পাশে থাকার বার্তা দিয়েছে। রাহুল গান্ধী বলেন, ‘যা ঘটেছে সেটাকে সবাই নিন্দা করেছেন। বিরোধীরা পুরো সমর্থন করেছে সরকারকে যে কোনও পদক্ষেপ নেওয়ার বিষয়ে। মল্লিরার্জুন খাড়্গে বলেন, আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব উপত্যকায় শান্তি ফিরুক। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে আমরা সরকারের পাশে আছি। মন্ত্রী কিরেণ রিজিজু বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলগুলো নিজেদের মতামত রেখেছে। একটা বিষয় সামনে এসেছে দেশকে একজোট এবং এক স্বরে বলতে হবে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে ভারতকে লড়তে হবে— এটা সবাই মেনে নিয়েছে।
Be the first to comment