এবারের বাজেট অধিবেশনে লোকসভায় আর উঠলই না সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব। শুক্রবার অচলাবস্থার মধ্যেই লোকসভা ও রাজ্যসভা অনির্দিষ্টকালের জন্য মুলতুবী হয়ে গেল। সেই সঙ্গে শেষ হল এবারের বাজেট অধিবেশন। বিভিন্ন ইস্যুতেই উত্তপ্ত ছিল এবারের বাজেট অধিবেশন।
প্রসঙ্গত, এদিন প্রশ্নোত্তর পর্বের শুরু থেকেই বিক্ষোভকারী সদস্যরা স্লোগান দিতে শুরু করেন। অধ্যক্ষ সুমিত্রা মহাজন বারবার সদস্যদের শান্ত হওয়ার আর্জি জানালেও তাতে কাজ হয়নি। তিনি বলেন, আজ এই অধিবেশনের শেষ দিন, আপনারা আলোচনার জন্য প্রস্তুত না থাকলে সভা অনির্দিষ্টকালের জন্য মুলতুবী করে দেওয়া হবে। অধ্যক্ষ আরও বলেন, তিনি অনাস্থা প্রস্তাবের নোটিশ উত্থাপন করতে চান। কিন্তু এই পরিস্থিতিতে তা সম্ভব হয়নি। এদিন সভায় ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এদিন সভার কাজ শুরু হওযার সঙ্গে সঙ্গে এআইএডিএমকে এবং কংগ্রেস সাংসদরা প্ল্যাকার্ড হাতে ওয়েলে নেমে আসেন। টিডিপি সদস্যরাও ওয়েলে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে পড়েন।
পাশাপাশি রাজ্যসভাও এদিন অনির্দিষ্টকালের জন্য মুলতুবী করে দেওয়া হয়।
Be the first to comment