বিরোধীদের অনাস্থা প্রস্তাব ঘিরে লোকসভায় শুরু হলো তুমুল হট্টোগোল৷ আর হট্টোগোলের জেরে সোমবারের মতো মুলতুবি হয়ে গেলো লোকসভার অধিবেশন৷ পেশ হল না অনাস্থা প্রস্তাব৷ এদিন লোকসভায় ওয়েলে নেমে বিক্ষোভ দেখায় টিডিপি, ওয়াইএসআর ও কংগ্রেস৷ বিক্ষোভে সামিল হয় টিআরএস-এর সাংসদরাও৷ উল্লেখ্য, অন্ধ্রকে বিশেষ রাজ্যের মর্যাদার দাবি নিয়ে লোকসভায় হট্টগোল শুরু করে ৩ বিরোধী দল। যার জেরে আজকের মতো মুলতুবি হয়ে যায় লোকসভা৷ ঘটনার পরই বিক্ষোভ শুরু করে টিডিপি, এআইএডিএমকে৷ আগেই মুলতুবি হয়ে যায় রাজ্যসভা৷
প্রসঙ্গত, লোকসভায় ৩টি অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয়েছিল৷ ২টি অনাস্থা প্রস্তাব জমা দেয় টিডিপি৷ ১ টি প্রস্তাব জমা দেয় ওয়াইএসআর কংগ্রেস৷ অনাস্থা আনতে ৫০ সদস্যের সম্মতি প্রয়োজন৷ অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের তকমা দেওয়ার দাবিতে সোমবার সংসদে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল ওয়াইএসআর কংগ্রেস ও তেলুগু দেশম পার্টি। মোদী সরকারের বিরুদ্ধে এটাই বিরোধীদের প্রথম অনাস্থা প্রস্তাব। ওয়াইএসআর কংগ্রেস ও টিডিপির এই প্রস্তাবকে সমর্থন করবে কংগ্রেস, বাম, তৃণমূল, এসপি ও আরজেডি।
Be the first to comment