লোকসভা ভোটের চতুর্থ দফায় ৯টি রাজ্যের ভোটের সমীকরণ ; দেখে নিন একনজরে

Spread the love

মাসানুর রহমান,

আজ চতুর্থ ৭২টি কেন্দ্রে সন্ধে ছ’টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৫৯.৪৭ শতাংশ। আজ ৬টা পর্যন্ত বিহারে মোট ভোট পড়েছে ৫৩.৬৭%, জম্মু-কাশ্মীরে সন্ধে মোট ভোট পড়েছে ৯.৭৯%, মধ্যপ্রদেশে সন্ধে মোট ভোট পড়েছে ৬৫.৮৬%, মহারাষ্ট্রে মোট ভোট পড়েছে ৫১.৮০%, ওড়িশায় মোট ভোট পড়েছে ৬৪.০৫%, রাজস্থানে ভোট পড়েছে ৬৩.২৩%, উত্তরপ্রদেশে ভোট পড়েছে ৫৩.২৫%, ঝাড়খণ্ডে মোট ভোট পড়েছে ৬৩.৭৬%।

পশ্চিমবঙ্গে সন্ধে ৬টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৭৬.৫৯%। কৃষ্ণনগরে গড় ভোটের হার ৭৬.৫৫%, রানাঘাটে গড় ভোটের হার ৭৮.৩৩% , বর্ধমান পূর্বে গড় ভোটের হার ৭৬.৯২% , বর্ধমান-দুর্গাপুরে গড় ভোটের হার ৭৫.৩১%, আসানসোলে গড় ভোটের হার ৭৩.৬৪%, বোলপুরে গড় ভোটের হার ৭৭.৯৫% , বীরভূমে গড় ভোটের হার ৭৬.৬৯%। এছাড়াও কৃষ্ণগঞ্জে ৫টা পর্যন্ত পড়েছে ৭৯.৫৯% ভোট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*