লোকসভা নির্বাচনের নাকি দিন ঘোষণা হয়ে গিয়েছে! আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হতে চলেছে লোকসভা নির্বাচন। সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল এই মেসেজ। লোকসভা নির্বাচনের দিন ঘোষণা নিয়ে গুঞ্জন-হইচই শুরু হতেই অবশেষে আসরে নামল জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফে সাফ জানানো হল, এই খবর ভুয়ো। এখনও অবধি লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়নি।
বিগত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে হোয়াটসঅ্যাপে ভাইরাল হয়েছে লোকসভা নির্বাচন সংক্রান্ত খবর। ওই ভাইরাল মেসেজে দাবি করা হয়েছে, আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। ২৮ মার্চ মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ। নির্বাচনের ফল ঘোষণা হবে ২২ মে।
জাতীয় নির্বাচন কমিশনের তরফে এ দিন সাফ জানানো হয়, এই মেসেজ ভুয়ো। লোকসভা নির্বাচনের দিনক্ষণ নিয়ে কোনও ঘোষণা করা হয়নি নির্বাচন কমিশনের তরফে। কমিশনের তরফে জানানো হয়েছে, সাংবাদিক বৈঠক করেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে দিন ঘোষণা করা হবে। এই ধরনের ভুয়ো খবরে যেন বিশ্বাস না করা হয়। এবং এই ধরনের মেসেজ অন্যকে পাঠানোর আগে যেন খবর যাচাই করা হয়।
Be the first to comment