লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার দিন জানাল নির্বাচন কমিশন। শুক্রবার নির্বাচন কমিশনের তরফে এক্স হ্যান্ডেলে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আগামিকাল অর্থাৎ ১৬ মার্চ, ২০২৪, শনিবার দুপুর ৩টে নাগাদ লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।
চলতি বছরের মে মাসে বর্তমান সরকারের মেয়াদ শেষ হবে। স্বাভাবিকভাবেই মে মাসের মধ্যেই ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে হবে। সেই মোতাবেক বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে নির্বাচন প্রস্তুতি অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল। ভোটের দিন কবে ঘোষণা হবে, ঠিক কবে থেকে ভোট শুরু হবে, সেদিকে তাকিয়ে ছিল সকলে। অবশেষে ১৬ মার্চ ভোটের তারিখ ঘোষণা করা হবে জানাল নির্বাচন কমিশন।
চলতি বছর কেবল লোকসভা ভোট নয়, অনেকগুলি রাজ্যে বিধানসভা ভোটও হবে। তার মধ্যে অরুণাচল প্রদেশ, অন্ধ্র প্রদেশে, ওড়িশা ও সিকিমের ভোট আসন্ন। এই রাজ্যগুলিরও বিধানসভা ভোটের দিন আগামিকাল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া মহারাষ্ট্র, হরিয়ানা ও ঝাড়খণ্ডেরও বিধানসভা ভোট রয়েছে চলতি বছর। তবে এই তিন রাজ্যের ভোট হবে বছরের শেষদিকে। তাই এই রাজ্যগুলির ভোটের দিন পরে ঘোষণা করা হবে বলে কমিশন জানিয়েছে।
Be the first to comment