গত ৪ বছরে রাজ্য ও লোকসভার সাংসদদের বেতন ও ভাতা বাবদ খরচ হয়েছে ১ হাজার ৯৯৭ কোটি টাকা

Spread the love

গত চারবছরে রাজ্যসভা ও লোকসভার সাংসদদের বেতন ও ভাতা বাবদ খরচ হয়েছে ১ হাজার ৯৯৭ কোটি টাকা। একটি আরটিআইয়ের জবাবে জানা গেছে এই তথ্য। লোকসভার সদ্যস্যদের পেছনে বার্ষিক গড় খরচ প্রায় ৭১.২৯ লক্ষ টাকা। আর রাজ্যসভার সদস্য পিছু বার্ষিক গড় খরচ ৪৪ লাখ ৩৩ হাজার টাকা। বর্তমানে লোকসভার সদস্য সংখ্যা ৫৪৫। ৫৪৩টি নির্বাচিত ও দু’জন মনোনীত সদস্য। আর রাজ্যসভার সদস্য সংখ্যা ২৪৫। সেই হিসেবে লোকসভার সদস্যরা চার বছরে বেতন বাবদ পেয়েছেন ১,৫৫৪ কোটি টাকা। মাথাপিছু বার্ষিক ৭১,২৯,৩৯০ কোটি টাকা। আবার রাজ্যসভার সদস্যর বেতন বাবদ পেয়েছেন ৪৪৩ কোটি টাকা। বার্ষিক ৪৪,৩৩,৬৮২ টাকা। এই প্রসঙ্গে এডিআরের প্রতিষ্ঠাতা সদস্য জগদীশ ছোকর বলেন, কেন্দ্রের উচিত বেতন ভাতা সহ অন্যান্য খরচ পুনর্বিবেচনা করা। মন্ত্রী, এমপিদের বেতন ১০ গুণ বাড়ানো হলেও অসুবিধা নেই। সেক্ষেত্রে রাষ্টেরর কোষাগার থেকে আনুসাঙ্গিক অন্যান্য ভাতা তাদের নেওয়া বন্ধ করা উচিত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*