ভারতের লোকসভা ভোটের ফলাফল সরাসরি সম্প্রচার হবে পাকিস্তানে। সৌজন্যে ইসলামাবাদের ভারতীয় হাই কমিশন। ভারতীয় হাই কমিশন প্রাঙ্গণে জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে ভোটের ফলাফল। বিকেলে এ নিয়ে একটি আলোচনাসভাও হবে বলে জানা গিয়েছে। ভারতের সাধারণ নির্বাচন নিয়ে পাকিস্তান ও বাংলাদেশের মানুষ অত্যন্ত আগ্রহী। ওই দেশগুলির ভারতীয় হাই কমিশনই যে শুধু ভোটের ফল লাইভ টেলিকাস্ট করবে এমন নয়। বরং সেখানকার মিডিয়াগুলিও এব্যাপারে যথেষ্ট আগ্রহী।
ইসলামাবাদের ভারতীয় হাই কমিশন লোকসভা ভোট নিয়ে গোটা পর্বের নাম দিয়েছে ‘জশন-ই-জামহুরিয়ত’ বা গণতন্ত্রের উৎসব। দুপুর বারোটা থেকে লাইভ টেলিকাস্ট শুরু হবে।
Be the first to comment