৩১ মে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি চ্যারিটি ম্যাচ খেলবে বিশ্ব একাদশ। গত বছর হ্যারিকেনে ক্ষতিগ্রস্ত হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বেশ কিছু স্টেডিয়াম। সেই কারণে ক্যারিবিয়ান ক্রিকেটকে সাহায্যের জন্য এই চ্যারিটি ম্যাচের আয়োজন করেছে আইসিসি। আইসিসি এই ম্যাচটিকে আন্তর্জাতিক ম্যাচের স্বীকৃতি দিয়েছে। বিশ্ব একাদশের হয়ে খেলার জন্য আইসিসি ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান দিনেশ কার্তিক এবং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে সুযোগ দিয়েছে। আগেই জানা গেছে বিশ্ব একাদশ দলের অধিনায়ক হবেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গান, এছাড়াও দলে আছে পাকিস্তানের শাহিদ আফ্রিদি ও শোয়েব মালিক। আফগানিস্তানের তরুণ লেগ স্পিনার রশিদ খান এবং বাংলাদেশের শাকিব আল হাসান ও তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজ দলের নেতৃত্ব থাকবেন কার্লোস ব্রেথওয়েট। এছাড়াও দলে আছেন ক্রিস গেইল, মার্লন স্যামুয়েল্স, স্যামুয়েল বদ্রি ও আন্দ্রে রাসেল।
Be the first to comment