মহিলাদের সঙ্গে বন্ধুত্ব করে তাঁদের নিয়ে যেতেন ডিনারে। তারপর বিল মেটানোর আগেই বেপাত্তা হয়ে যেতেন রেস্তোঁরা থেকে। অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হলেন সেই ব্যক্তি।
ঘটনাটি মার্কিন মুলুকের লস এঞ্জেলেসের। পুলিশ সূত্রে খবর, সেখানকার বাসিন্দা ৪৫ বছরের গুয়াডালিউপ গঞ্জালেস বিভিন্ন ডেটিং অ্যাপ ব্যবহার করে সুন্দরী মহিলাদের সঙ্গে বন্ধুত্ব পাতাতেন। তারপর ডেটিংয়ে নিয়ে যেতেন তাঁদের। একেক সময় একেক রেস্তোঁরায় যেতেন গঞ্জালেস। খাওয়া দাওয়ার পর বিল মেটানোর আগেই অবশ্য বেপাত্তা হয়ে যেতেন তিনি। অগত্যা বিল মেটাতে হতো সেই মহিলাদের।
অভিযোগ এইভাবে ১০ জন মহিলার সঙ্গে প্রতারণা করেন গঞ্জালেস। সবাই অভিযোগ দায়ের করলে পুলিশ বুঝতে পারে ব্যক্তিটি একজনই। এমনকী বিভিন্ন রেস্তোঁরার তরফেও দায়ের করা হয় অভিযোগ। তারপরেই এক ফাঁদ পাতে লস অ্যাঞ্জেলেস পুলিশ। তাঁদের ফাঁদে পা দিয়ে এক মহিলার সঙ্গে ডেট করতে রেস্তোঁরায় ঢুকে গ্রেফতার হন গঞ্জালেস।
সোমবার তাঁকে তোলা হয় কোর্টে। জানা যায় বিল বাবদ ওই মহিলারা তাঁর কাছে প্রায় ৯৫০ ডলার পান। আদালতের সামনে দাঁড়িয়ে নিজেকে নির্দোষ দাবি করেন গঞ্জালেস। কিন্তু সব প্রমাণ তাঁর বিপক্ষে যায়। ফলে বিচারক প্রতারণা, চুরি ও আরও বিভিন্ন ধারায় অভিযোগ এনে ১৩ বছরের জেলের সাজা ঘোষণা করেন গঞ্জালেসের।
এই ঘটনা সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক করা হয় গঞ্জালেসকে। কেউ যেমন তাঁর বুদ্ধির প্রশংসা করেন। কেউ বা আবার বলেন, আদতে বোকা গঞ্জালেস। নইলে ৯৫০ ডলারের খেসারত হিসেবে ১৩ বছরের জেল খাটতে হবে তাঁকে।
Be the first to comment