
রোজদিন ডেস্ক, কলকাতা:- বাজেটের পর মধ্যবিত্তের জন্য সুখবর! পাঁচ বছরে প্রথমবার রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)৷ আর্থিক স্থিতিশীলতা বজায় রেখেই অর্থনৈতিক প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সোমবার আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমানোর কথা ঘোষণা করেন। এর ফলে ৬.৫ শতাংশ থেকে রেপো রেট কমে হল ৬.২৫ শতাংশ। স্বাভাবিকভাবেই এর ফলে কমল সুদের হারও।
গত দুই বছর রেপো রেট অপরিবর্তিত রেখেছিল আরবিআই। ২০২০ সালে শেষবার কমানো হয়েছিল সুদের হার। অর্থাৎ পাঁচ বছর পর ফের সুদের হার কমাল রিজার্ভ ব্যাঙ্ক। ফলে নতুন করে গাড়ি-বাড়ির কেনার জন্য ঋণ নিলে কিংবা ব্যক্তিগত ঋণের ক্ষেত্রেও লাভবান হবে গ্রহীতারা।
আরবিআই-এর গভর্নর সঞ্জয় মলহোত্রা জানান, মুদ্রানীতি কমিটি (এমপিসি) সর্বসম্মতিক্রমে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৬.২৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে। শেষবার ২০২০ সালের মে মাসে ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছিল। রেপো রেটের সর্বশেষ সংশোধন হয়েছিল ২০২৩ সালের ফেব্রুয়ারিতে। তখন ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়িয়ে ৬.৫ শতাংশ করা হয়েছিল।
কোভিডের পর দেশের অর্থনীতির গতি কমে হওয়ায় ২০২৫-২৬ বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মধ্যবিত্তের জন্য সবচেয়ে বড় কর ছাড় দেওয়ার এক সপ্তাহের মধ্যেই সুদের হার কমালো আরবিআই।
বাজেটের পর, অর্থমন্ত্রক সুদের হার কমানোর পক্ষে যুক্তি দেখিয়ে জানিয়েছিল, রাজস্ব এবং মুদ্রানীতি একসঙ্গে কাজ করা উচিত। বাজেটে আয়কর ছাড়-সহ বেশ কয়েকটি পদক্ষেপ ঘোষণা করা হয়েছে৷ আর সেকারণেই আরবিআইয়ের হারও কমানো উচিত। চলতি সপ্তাহের শুরুতে, অর্থসচিব তুহিন কান্ত পান্ডে জানান, সরকার রাজস্ব ঘাটতি কমাতে পদক্ষেপ নিয়েছে।
এরপরই তিনি আশা প্রকাশ করেন, আরবিআইয়ের মুদ্রানীতি রাজস্ব নীতির সঙ্গে তাল মিলিয়ে কাজ করবে। ২০২৫-২৬ সালের বাজেটে মধ্যবিত্তের জন্য উল্লেখযোগ্য আয়কর কমানো-সহ বেশ কয়েকটি পদক্ষেপ ঘোষণা করা হয়েছে। যার ফলে ১ কোটি করদাতা উপকৃত হয়েছেন বলেও দাবি করেন অর্থসচিব ।
Be the first to comment