রোজদিন ডেস্ক :- নভেম্বরের ১৫ তারিখের মধ্যেই বদলাতে শুরু হবে বাংলার আবহাওয়া। এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মৌসুমী অক্ষরেখা সক্রিয় হওয়ায় গভীর নিম্নচাপের সৃষ্টি হচ্ছে। যার জেরে নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরী হয়েছে। নিম্নচাপটি আগামী ৪৮ ঘন্টার মধ্যে ঝাড়খণ্ড বা ওড়িশার দিকে চলে যেতে পারে বলেই মনে করা হচ্ছে।
আজ শনিবার কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। সকালের দিকে ঠান্ডা অনুভব করা গেলেও বেলা যত বাড়বে ততই তাপমাত্রা বাড়বে। মাঝে বিক্ষিপ্তভাবে মেঘের দেখা পাওয়া গেলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজ কলকাতর সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। এছাড়া বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫২% থেকে ৭৭% এর মধ্যে ঘোরাফেরা করবে।
কলকাতার মত দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আলাদা করে কোথাও বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়নি। তবে গাঙে পশ্চিমবঙ্গের কাছে নিম্নচাপ তৈরী হওয়ার জেরে উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টি হলেও হতে পারে। অর্থাৎ উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা থেকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া দেখা যাবে।
Be the first to comment