রোজদিন ডেস্ক :- বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ। দক্ষিণ আন্দামানের সাগর সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। আজ, বৃহস্পতিবার এই ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অভিমুখ থাকবে।আগামী কয়েক দিন তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই। সামান্য ওঠানামা করতে পারে পারদ। রাজ্য জুড়েই শীতের আমেজ থাকবে। উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মাঝারি কুয়াশা থাকবে। বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশা থাকতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ।
২৩ নভেম্বর, অর্থাৎ শনিবার এটি নিম্নচাপে পরিণত হতে পারে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এই সিস্টেমটি এরপর পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূল।
কলকাতায় তাপমাত্রা সামান্য বাড়লেও আজ, বৃহস্পতিবার ১৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ। আগামী কয়েক দিন খুব একটা তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা কম। নতুন করে তাপমাত্রা খুব বেশি নামার সম্ভাবনাও নেই। আগামী ৪-৫ দিন ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই থাকবে কলকাতার তাপমাত্রা।
সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা। বেলা বাড়লে পরিষ্কার আকাশ এবং মনোরম আবহাওয়া। সকাল ও রাতে হালকা শীতের আমেজ থাকবে। কলকাতায় আজ, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.১ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস কম।
Be the first to comment