রাজ্যের ৭৩৬৪ গ্রামে ৫ লক্ষ পরিবারকে বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়া হবে গ্রাম স্বরাজ অভিযানের মাধ্যমে। এই কাজ শেষ করা হবে ১৫ অগাস্টের মধ্যে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় যাঁরা সংযোগ পেয়েছেন তাদের ১৪.২ কেজি ছাড়াও বাড়তি ৫ কেজি সিলিন্ডার দেওয়া হবে।
এলপিজি সরবরাহে যাতে বিঘ্ন না-ঘটে, তার জন্য আরও ৬৩০ ডিস্ট্রিবিউটর নিযুক্ত করা হচ্ছে ৷ একই সঙ্গে পারাদ্বীপের সঙ্গে পাইপলাইনে যুক্ত করা হচ্ছে হলদিয়াকে ৷ হলদিয়া থেকে দুর্গাপুর, বজবজ, কল্যাণী যুক্ত করা হবে পাইপলাইন মাধ্যমে।
ইতিমধ্যেই এই প্রকল্পে রাজ্যে ৪৩২৫ কোটি টাকা বিনিয়োগ আসছে বলে জানা গিয়েছে ৷ পেট্রোলিয়ামজাত দূষণ ঠেকাতে পরিকাঠামো উন্নয়ন করা হচ্ছে হলদিয়া শোধনাগারের ৷ ২০২০ সালের মধ্যে হলদিয়া শোধনাগারকে বিএস ৬ স্তরে উন্নীত করা হচ্ছে ৷ প্রকল্পে বিনিয়োগ করা হচ্ছে ৭ হাজার ৬০০ কোটি টাকা৷
Be the first to comment