সোমবার থেকে এলপিজি সরবরাহ বন্ধ রাখবে প্রায় ৭,৫০০ বুলেট ট্যাঙ্কার

Spread the love

ধর্মঘটের ফলে কমবে এলপিজি গ্যাসের যোগান। প্রয়োজনে এলপিজি অর্থাৎ রান্নার গ্যাস আর না মিললে সমস্যায় পড়বেন গ্যাস ওভেন ব্যবহারকারী হাজার হাজার মানুষ। এই ধর্মঘটের ফলে এলপিজি সরবরাহ বন্ধ রাখবে প্রায় ৭,৫০০ বুলেট ট্যাঙ্কার। সংগঠনটির অভিযোগ, টেন্ডারে নয়া নিয়মের নামে আসলে গ্যাস ট্যাঙ্কার ব্যবসায়ীদের স্বার্থ বিরোধী কাজ করছে তেলসংস্থাগুলি। তবে সেই ধর্মঘটের জের পৌঁছবে রান্নাঘর থেকে পরিবহন সর্বত্র। গ্যাসের কালোবাজারির আশঙ্কাও প্রকট হচ্ছে।

টেন্ডারে শর্ত চাপানো হয়েছে যে, এলপিজি সরবরাহের জন্য চাই নতুন গাড়ি। প্রতি গাড়িতে ২ জন চালক রাখতে হবে। পূর্ব ভারতের ৪,২০০ ট্যাঙ্কার পড়ছে এই নীতির আওতায়। এই শর্তগুলি মানতে নারাজ এলপিজি ট্রান্সপোর্ট কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন। সোমবার থেকে এলপিজি সরবরাহের অনির্দিষ্টকালের এই ধর্মঘটে গ্যাস সরবরাহে সমস্যার আশঙ্কা তৈরি হয়েছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*