করোনাভাইরাসের লকডাউনের মধ্যেই প্রধানমন্ত্রী উজ্জলা যোজনা অ্যাকাউন্টে টাকা দিচ্ছে মোদী সরকার। যদি আপনার অ্যাকাউন্টে ইতিমধ্যে ওই টাকা চলে আসে, তবে আপনিও পুরোনো সিলিন্ডার বুক করার ১৫ দিন পর নতুন সিলিন্ডার বুক করতে পারেন।
অয়েল মার্কেটিং কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন জানাচ্ছে, আগামী ৩ মাসের জন্য ১৪.২ কেজি সিলিন্ডার কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী উজ্জলা যোজনার ক্ষেত্রে বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর সেকারণেই এই এলপিজি সিলিন্ডারগুলি গ্রাহকদের বিনামূল্যে দেওয়া হচ্ছে।
জানা গিয়েছে, মোট ৩.৭ কোটি টাকা ইতিমধ্যেই প্রধানমন্ত্রী উজ্জলা যোজনার অ্যাকাউন্টধারীদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। এই টাকা আগামী দুদিনের মধ্যে সমস্ত অ্যাকাউন্টে পৌঁছে যাবে।
তেল কোম্পানি জানাচ্ছে, প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রী উজ্জলা যোজনার গ্রাহকদের সিলিন্ডার নিতে হলে পুরো টাকাটাই দিতে হয়। তাই কেন্দ্রীয় সরকারের তরফে ওই পরিমাণ টাকা ইতিমধ্যেই গ্রাহকদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। এরফলে গ্রাহকেরা বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন। পুরোনো সিলিন্ডার বুক করার ১৫ দিন পর গ্রাহকেরা নতুন সিলিন্ডার বুক করতে পারবেন বলে জানানো হয়েছে।
অয়েল মার্কেটিং কোম্পানি জানাচ্ছে, এপ্রিল ও মে মাসের অতিরিক্ত এলপিজি আমদানির বিষয়টিও চুক্তি করা হয়েছে। করোনাভাইরাসের কারণে লকডাউন দেশে গ্যাস-এর যাতে কোনও সমস্যা না হয় তাই ওই কোম্পানিটি এই পদক্ষেপ নিয়েছে।
এলপিজি অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণের পাশাপাশি পেট্রোল, ডিজেল এবং কেরোসিনও উৎপন্ন করে। কিন্তু দেশজুড়ে তৈল শোধনাগারগুলির বেশ কয়েকটিতে লকডাউনের কারণে কর্মীদের অভাব রয়েছে। তাই ঘাটতি পূরণের জন্য তেল কোম্পানি বাইরে থেকে অতিরিক্ত আমদানির সিদ্ধান্ত নিয়েছে।
Be the first to comment