আনুষ্ঠানিকভাবে আজ বিকেলে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো। তাঁর আগে দুপুর তিনটে নাগাদ রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নে হাজির হন তিনি। সাক্ষাৎ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। প্রায় ৪০ মিনিট মতো দু’জনের মধ্যে কথাবার্তা হয়।
কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ ও বিধায়ক পদ থেকে গত সোমবারই ইস্তফা দেন লুইজিনহো ফালেইরো। এরপর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও শোনা যায় ফালেইরোর গলায়। ইস্তফা দেওয়ার পর নিজের সমর্থকদের উদ্দেশ্যে লুইজিনহো ফালেইরো বলেন, ” আমি কংগ্রেসে নির্যাতিত ছিলাম। আমি চাই গোয়াবাসীদের দুঃখ শেষ হোক। আমি নির্যাতিত হয়েও চুপ ছিলাম। আমি যদি এমনভাবে আক্রান্ত হতে পারি তাহলে ভাবুন সেই গোয়াবাসীদের কী অবস্থা যারা কংগ্রেসকে ক্ষমতায় আনার জন্য ভোট দিয়েছিলেন।” মঙ্গলবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছে যান তিনি।
কলকাতায় পা রেখেই তিনি জানান, বিরোধী শক্তির জন্য মমতাই মুখ। তাই তার উপরই ভরসা রাখতে চান দেশবাসী। লুইজিনহো ফালেইরোর তৃণমূল কংগ্রেসে যোগদান বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী হওয়া ছাড়াও কংগ্রেস সংগঠেনের কাজে অনেক অভিজ্ঞতা রয়েছে তাঁর। সামলেছেন ত্রিপুরা-সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের পর্যবেক্ষকের দায়িত্বও। আসা করা যাচ্ছে যে সুস্মিতা দেবের পর তাঁর অভিজ্ঞতাও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কাজে লাগবে উত্তর-পূর্ব ভারতে নিজেদের সংগঠন মজবুত করার কাজে।
Be the first to comment