শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী ও রাহুল দ্রাবিড়ের পর ধোনি। শনিবার রাতেই দশ হাজারির তালিকায় ঢুকে পড়ল ধোনির নামও। যদিও রেকর্ড গড়ার দিনটি সুখকর হল না তাঁর জন্য। লর্ডসে ভারতকে ৮৬ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড। প্রথম ম্যাচে ভারতের কাছে বিশ্রী হারের পর দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। সিরিজের দ্বিতীয় ম্যাচে জো রুটের শতক এবং মরগান ও ডেভিড উইলির অর্ধশত রানে ভর করে ৭ উইকেটে ৩২২ রান তোলে ইংল্যান্ড। পরে ব্যাট করতে নেমে ২৩৬ রানে অলআউট হয়ে যায় ভারত। জেসন রয় ও জনি বেয়ারস্টোর ওপেনিং জুটি করেন ৬৯ রান। রয় ৪২ বলে ৪০ রানের ঝকঝকে ইনিংস খেলেন। আরেক ওপেনার বেয়ারস্টো ৩১ বলে ৩৮ রান করে আউট হন। এরপর অধিনায়ক মরগান ও জো রুট ১০৩ রানের বড় জুটি গড়েন। অন্যদিকে লাঙ্কেটের গতির সামনে দাঁড়াতে পারেনি বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইন আপ। ওপেনার শিখর ধাওয়ান ৩০ বলে করেন ৩৬ রান। রোহিত শর্মা ব্যক্তিগত ১৫ রানেই আউট হন। ভারতের সুরেশ রায়না সর্বোচ্চ ৪৬ রান করেন। অধিনায়ক বিরাট কোহলি ৪৫ রানের ইনিংস খেলেন। মহেন্দ্র সিং ধোনি ৫৯ বলে ৩৭ রান করেন।
Be the first to comment