শনিবার বন্ধুদের নিয়ে লকডাউনের মধ্যেও রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়েছিল এক যুবক ৷ মা ফ্লাইওভার থেকে নেমে দ্রুত গতিতে পঞ্চান্ন গ্রামের দিকে যাচ্ছিল তাদের গাড়ি ৷ সেখানে নাকাচেকিঙে গাড়ি না দাঁড় করিয়ে তা ভেঙে পালাতে থাকে তারা ৷ ওয়ারলেসে খবর পেয়ে পঞ্চান্ন গ্রামের কাছে গার্ড-রেল দিয়ে ঘিরে ফেলা হয় রাস্তা ৷
কিন্তু, তারপরও তাদের গাড়ি আটকাতে বেগ পেতে হয় ৷ এক পুলিশকর্মীকে রীতিমতো পিষে দিয়ে পালানোর চেষ্টা করে যুবকরা ৷ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে ৷ পুলিশের প্রাথমিক অনুমান, ওই যুবকরা মত্ত অবস্থায় ছিল ৷
কোরোনা পরিস্থিতি সামলাতে রাজ্য জুড়ে সপ্তাহে দু’দিন লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার ৷ আজ দ্বিতীয় দিনের লকডাউন ৷ কলকাতায় চলছে নাকা চেকিং। বাইপাসের সায়েন্স সিটি ও মা ফ্লাইওভারের সামনেও চলছে চেকিং। অপ্রয়োজনে কেউ রাস্তায় বের হলে তাদের আটক করা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, বেপরোয়াভাবে একটি গাড়ি নাকা চেকিংকে পাত্তা না দিয়ে রুবির দিকে এগিয়ে যায়। গাড়িটি চালাচ্ছিল রওনক আগরওয়াল নামে এক যুবক। উত্তর পঞ্চান্ন গ্রামের কাছে আটকানোর চেষ্টা হলে তিলজলা ট্রাফিক গার্ডের কর্মী বাবাই মল্লিককে ধাক্কা মারে গাড়িটি। তিনি রাস্তায় পড়ে যান। তারপর তিলজলা থানার কর্মী তন্ময় দাসকে রীতিমতো পিষে দিতে উদ্যত হয় গাড়িটি। ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজনই। পরে অন্য পুলিশকর্মীরা গাড়িটি আটকায়।
দু’জন আহত পুলিশকর্মীর চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছে। গাড়িতে উপস্থিত তিনজনকেই আটক করে নিয়ে যাওয়া হয়েছে তিলজলা থানায়। গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। আটক তিনজন থানাতেও চূড়ান্ত অসহযোগিতা করছে বলে পুলিশ সূত্রে খবর। গ্রেপ্তার করা হয়েছে চালককে ৷ তারা মত্ত অবস্থায় ছিল কিনা নিশ্চিত হওয়ার জন্য মেডিকেল পরীক্ষা করা হচ্ছে।
Be the first to comment