মা মাটি মানুষ ও জয় হিন্দ বাহিনীর স্বাস্থ্য সেমিনার

Spread the love

ছবি (শুভেন্দু দাস)

সংগ্রামী মা মাটি মানুষ ও জয় হিন্দ বাহিনীর যৌথ উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয় পিয়ারলেস হাসপাতাল সংলগ্ন আরিয়াবাস হাউজে। ‘বেসরকারি হাসপাতাল মানবিক হোক’ এই ছিল আলোচনার বিষয়বস্তু। উপস্থিত ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, শশী পাঁজা এবং প্রাক্তন বিচারপতি শ্যামল সেন। সাপ্তাহিক মা মাটি মানুষ পত্রিকার সম্পাদক দেবাশিস ভট্টাচার্য এদিন প্রত্যেককে বরণ করে নেন।

এই অনুষ্ঠানে বিশেষ উদ্যোগ নেন জয় হিন্দ বাহিনীর দক্ষিন ২৪ পরগণার ইউনিট সভাপতি পল্লব কান্তি ঘোষও। বিভিন্ন বেসরকারি হাসপাতালের কর্ণধার, ডাক্তার এবং স্থানীয় জনপ্রতিনিধিরাও এদিন উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী যে হেলথ রেগুলেটরি কমিশন করেছেন তা মানুষের উপকারে বিশেষ সহায়ক হচ্ছে। তা সত্ত্বেও বেসরকারি হাসপাতালগুলো আরও মানবিক হোন, এই অনুরোধ রাখেন সকল বক্তাই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*