ভিডিও সৌজন্যে- (মদন মিত্রের ফেসবুক)
শেষপর্যন্ত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মুখ খুললেন মদন মিত্র। করলেন বিস্ফোরক সব অভিযোগ। সারদা-কাণ্ডে সিবিআই হেফাজতে থাকাকালীন প্যারোল না মেলা থেকে কামারহাটিতে হার, দলে ঠিক মত সম্মান না পাওয়া, লড়াইয়ের নির্দিষ্ট কোনও কেন্দ্র না থাকা নিয়ে নিজের ফেসবুক লাইভে সোচ্চার হন রাজ্যের প্রাক্তনমন্ত্রী ৷ জানিয়ে দেন, আমাকে দলের মধ্যেই অনেকে আন্ডার এস্টিমেট করছেন৷
ফেসবুক লাইভে মদন মিত্র বলেন, আমার বিরুদ্ধে দুর্নীতির কোনও প্রমাণ মেলেনি। প্রভাবশালী তত্ত্বে আমাকে জেলে রাখা হয়েছিল ৷ সেই সময় বিধানসভা ভোটে আমাকে দল প্রার্থী করে কামারহাটি থেকে ৷ আমি প্যারোলের আবেদন করেছিলাম ৷ ৪৩বার করা হয়েছিল আবেদন কিন্তু আবেদন গ্রাহ্য হয়নি।
তাঁর দাবি, পরে জানতে পারি রাজ্য প্রশাসনই সেই আবেদন নাকচ করেছে ৷ কারামন্ত্রী ছিলেন স্বর্গীয় হায়দার আাজিজ সফি ৷ বেঁচে থাকলে তিনিই বলতে পারতেন কার নির্দেশে এই কাজ হয়েছিল? মদনবাবুর প্রশ্ন, ছত্তরধর দেশদ্রোহিতার অভিযোগে জেলে খেটে প্যারোল পেলে আমনাকে কেন দেওয়া হল না? আমার জনপ্রিয়তাই কী বাধা হল এক্ষেত্রে। তাঁর অনুযোগ, ছাড়া পেলে প্রচার করতে পারতাম কামারহাটিতে ৷ যে ব্যবধানে হেরেছি তা নগন্য ৷ প্রচার করতে পারলে নির্বাচনের ফল অন্যরকম হত।
মদন মিত্র আরও দাবি করেন, অনেকেই মনে করেন মদন মিত্র কামারহাটিতে অবাঞ্ছিত ৷ আমি চাই এটা নির্ধারণ হোক ৷ এদিন নাম না করেই দলীয় নেতাদের চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেন, আমি নির্দিষ্ট কোনও কেন্দ্রে প্রার্থী হইনি ৷ তবু জিতেছি ৷ অনেকেরই সেই দম নেই।
তাঁর কথায়, দলের বহু নেতার বিরুদ্ধে সিবিআই রয়েছে কিন্তু ভোটে তাঁরা জিতেছেন ৷ বলেন, সিবিআই থাকলেও তারা হারেননি৷ কিন্তু হেরেছেন শাসক দলের জনপ্রিয় নেতা মদন মিত্র ৷ কারণ হিসাবে তাঁর ব্যাখ্যা, সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে সৌগত রায়, ফিরহাদ হাকিম, অপরূপা পোদ্দার, কাকলী ঘোষদস্তিদারদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও সিবিআই এদের বলির বখরা করেনি৷ আমাকে দীর্ঘদিন আটকে রেখে তা করা হয়েছে ৷
পাশাপাশি ফেসবুক লাইভেই তিনি জানিয়েছেন, চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে রয়েছি ৷ সব রাস্তা খোল রয়েছে ৷ পরে তিনি তৃণমূল সুপ্রিমোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দল ছাড়বো না।
শুনুন কী বললেন মদন মিত্র?
Be the first to comment