করোনা আক্রান্ত প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের পরিচারিকা। রবিবার তাঁর লালারস পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে বলে জানা যাচ্ছে। এরপরেই হোম আইসোলেশনে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন মদন মিত্র। এই মুহূর্তে প্রাক্তন মন্ত্রীর দক্ষিণেশ্বরের বাড়িতে আইসোলেশনে রয়েছে বলে খবর। তেমন কারোর সঙ্গেই দেখা করছেন না তিনি। তবে তাঁর অনুগামীদের বিচলিত না হওয়ার বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, চিন্তার কিছু নেই। সুস্থ রয়েছি।
জানা যাচ্ছে, প্রাক্তন মন্ত্রীর বাড়িতে কাজ করতেন এক পরিচারিকা। গত কয়েকদিন ধরেই শরীরে জ্বর ছিল। করোনা পরীক্ষা করা হয়। রবিবার ওই পারিচারিকার রিপোর্ট পজিটিভ আসে বলে জানা যাচ্ছে। এরপরেও বাড়িতে হোম আইসোলেশনে চলে যান মদন মিত্র।
যদিও এখনও পর্যন্ত মদন মিত্রের শরীরে কোনও করোনার সংক্রমণ লক্ষ্য করা যায়নি বলেই খবর। আইসোলেনশনে থাকা অবস্থা থেকেই ফেসবুকে লাইভে আসেন কামারহাটির প্রাক্তন বিধায়ক। ফেসবুক লাইভের মাধ্যমেই তাঁর অনুগামীদের বিচলিত না হওয়ার কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, দলের হয়ে কাজ চালিয়ে যাবেন। আইসোলেশনে থাকা অবস্থাতেই সমস্ত কাজ সামলাবেন। তিনি জানিয়েছেন, শরীরে কোনও করোনা উপসর্গ নেই। সতর্কতার কারণে নিজেকে তিনি আইসোলেট করে রেখেছেন বলে জানিয়েছেন।
কামারহাটি মদন মিত্রের শক্ত ঘাঁটি। এই বিধানসভা এলাকা থেকেই ভোটে জিতে বিধায়ক হন। কিন্তু যদিও এর পরের বারের ভোটে হেরে যান মদন। হারের পরেও কামারহাটিকে ভোলেননি প্রাক্তন মন্ত্রী। প্রত্যেকটি ওয়ার্ড ঘোরেন। কথা বলেন মানুষের সঙ্গে। জনদরদি নেতা হিসাবেই পরিচিত তিনি। অন্যদিকে, গত কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। যদিও করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন তিনি। আপাতত ১৪ দিনের কোয়ারেন্টাইনে রয়েছেন।
Be the first to comment