এবার মদন মিত্রকে তলব করলো সিবিআই। জানা গিয়েছে, আইকোর চিটফান্ড মামলায় কামারহাটির বিধায়ককে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। তৃণমূল বিধায়ককে সোমবারই হাজিরা দিতে বলা হয়েছে। তলব করা হয়েছে তাঁর ছেলে স্বরূপ মিত্রকেও। তাঁকে মঙ্গলবার হাজিরা দিতে বলা হয়েছে। ইমেল করে মদনকে এই হাজিরার নোটিশ পাঠিনো হয়েছে বলে জানিয়েছে সিবিআই।
আইকোর চিটফান্ড কাণ্ডে এর আগে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মন্ত্রী মানস ভুঁইয়াকেও তলব করেছিল সিবিআই। জানা গিয়েছে, যেখানে দেখা গিয়েছে, আইকোর চিট ফান্ড সংস্থার মালিক অনুকূল মাইতির সঙ্গে একটি অনুষ্ঠান মঞ্চে হাজির রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় এবং মানস ভুঁইয়া। সেই ভিডিয়োর সূত্র ধরেই দুই মন্ত্রীকে তলব করা হয়েছিল।
প্রথমে তাঁর নির্বাচনী এলাকায় বন্যা পরিস্থিতির জন্য হাজিরা দিতে পারছেন না বলে জানিয়েছিলেন মানস ভুঁইয়া। কিন্তু, পরবর্তীতে সিবিআই-এর তরফে খাদ্যভবনে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় রাজ্যের মন্ত্রীকে। তবে জেরায় কী কী প্রশ্ন করা হয়েছে বা মানস ভুঁইয়া কী উত্তর দিয়েছেন সে তথ্য প্রকাশ্যে আসেনি। মানস ভুঁইয়াকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘তাঁরা এসেছিলেন, প্রশ্ন করেছেন, আমি উত্তর দিয়েছি। এরপর তাঁরা চলে যান।’
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর এই আইকোর মামলাতেই পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছিল সিবিআই। এই তলব প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, ‘আমি এমন কোনও কাজ করি না, যে সিবিআই তলব করবে।’ বেআইনি অর্থলগ্নি সংস্থা আইকোর প্রসঙ্গে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি। ইতিমধ্যেই আইকোরের মালিক অনুকূল মাইতি গ্রেফতার হন CBI-এর হাতে। যদিও জেলবন্দি অবস্থাতেই তাঁর মৃত্যু হয়।
এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা নারুলাকেও ইডির দফতরে হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়। স্ত্রী হাজিরা না দিলেও দিল্লিতে গিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন অভিষেক। ইডি-এর দফতর থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি। যা করার করে নিন। আমি মাথা নত করব না। মেরুদণ্ড বিক্রি করব না।
Be the first to comment