নজরদারির প্রতিবাদে চোখে পট্টি বেঁধে পেগাসাসের প্রতিবাদে রাস্তায় নামলেন মদন মিত্র

Spread the love

প্রতিদিনই নিত্যনতুন চমক দেন মদন মিত্র। এবার পেগাসাস ইস্যুতে অভিনব প্রতিবাদে সামিল হলেন কামারহাটির মদন দা। চোখ কালো পট্টি, কালো পোশাক পরে কালো ঘোড়ায় সওয়ার হলেন তিনি। ঘোড়ার নাম দিলেন ‘পেগাসাস’। ফোনে আড়ি পাতা কাণ্ডে যখন উত্তার গোটা দেশ, তখন শুক্রবার অভিনব কায়দায় দক্ষিণ কলকাতার রাস্তায় দেখা গেল মদন মিত্রকে। সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবিও জানালেন।

বৃহস্পতিবার কলকাতার ভবানীপুর থেকে দুই কিলোমিটার পথজুড়ে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন কামারহাটির বিধায়ক। একটি কালো ঘোড়ার পিঠে ডানা লাগিয়ে, তার গলায় ঝুলিয়ে দেওয়া হয় পেগাসাস প্ল্যাকার্ড। চোখে বেঁধে নেন কালো কাপড়। বিজেপিকে তোপ দেগে তিনি বলেন, ‘ফোনে আড়ি পাতছে বিজেপি। সত্য় প্রকাশ্যে আনতে তদন্ত কমিটি গঠন করেছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। করোনা এবং পেগাসাসের বিষ ছড়াচ্ছে বিজেপি।’

পেগাসাস ইস্যুতে বড় পদক্ষেপ নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। স্পাইওয়্যারের মাধ্যমে আড়িপাতা কাণ্ডে গঠন করা হয় তদন্ত কমিশন। প্রথম কোনও রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে পেগাসাস কাণ্ডে গঠিত হল তদন্ত কমিশন। সোমবার রাজ্য মন্ত্রিসভার জরুরি বৈঠকে কমিশন গঠনের প্রস্তাবে সিলমোহর পড়ল। কমিশনের দয়িত্বে রয়েছেন দুই অবসরপ্রাপ্ত বিচারপতি। বিচারপতি এমবি লকুর এবং বিচারপতি জ্য়োতির্ময় ভট্টাচার্যের নেতৃত্বে কাজ করবে এই কমিশন। এদিন কেন্দ্রকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, ‘সবাইকে নজরবন্দি করে রাখা হয়েছে। কেউ যদি না জাগে, তাঁকে জাগাতে হয়। আশা করব আমাদের পদক্ষেপ বাকিদেরও জাগিয়ে তুলবে।’

তৃতীয়বারের জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে তৃণমূল সরকার। মুখ্যমন্ত্রী পদে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপরই বাংলার গণ্ডি ছাড়িয়ে জাতীয় রাজনীতিতে গুরুত্ব বাড়াতে শুরু করেছে তৃণমূল। পেগাসাস সহ নানা ইস্যুতে বিরোধী দলকে ঐক্যবদ্ধ করতে এবার দিল্লি উড়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*