পূর্ব ভারতের সবকটি রাজ্যের পুলিশের খাতায় সে ছিল ‘মোস্ট ওয়ান্টেড।’ গত তিন বছরে বাংলা, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার বিভিন্ন ব্যাঙ্ক থেকে ৩ কোটি ১৫ লক্ষ টাকা ডাকাতির ঘটনার মাস্টারমাইন্ড মাধবকে গ্রেফতার করল বিহার পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। সোমবার ধানবাদের শাহজাহান নগর থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে ধৃত মাধব গয়ার বাসিন্দা।
২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলার জেলে বন্দি ছিল মাধব। জেল থেকে বেরিয়েই ডাকাতির নতুন গ্যাং বানায় সে। বিহারের আইজি (স্পেশাল অপারেশন) কুন্দন কৃষ্ণন জানিয়েছেন জেরায় মাধব বেশ কিছু নাম বলেছে। যার মধ্যে উল্লেখযোগ্য অমিত দাস, বেনিয়া অজয়, কৃষ্ণ মাহাতো, উদয় দাস, রাহুল সিং এবং যোগেন্দ্র দাস। এরমধ্যে অনেকে বাংলার কুখ্যাত দুষ্কৃতী বলেও জানিয়েছেন তিনি।
পুলিশ জানিয়েছে গত জুলাই মাসে ওড়িশার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কয়েক লক্ষ নগদ টাকা এবং প্রায় বিশ লক্ষ টাকার গয়না ডাকাতি করেছিল মাধবের গ্যাং। সিসিটিভি ফুটেজের ছবি দেখেই পুলিশ নিশ্চিত হয়। এরপরই বিভিন্ন রাজ্যে খোঁজ চলছিল তার। মাঝখানে মাস দুয়েক দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে গা ঢাকা দিয়েছিল ধৃত মাধব। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করে বিহার এসটিএফ।
Be the first to comment