কয়লা কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত মধু কোডা সহ মোট ৮

Spread the love

কয়লা কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হলেন ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোডা। একই অভিযোগে অভিযুক্ত হলেন ঝাড়খন্ডের কয়লা মন্ত্রকের সচিব এইচ সি গুপ্তা এবং প্রাক্তন মুখ্যসচিব অশোক কুমার বসু ছাড়াও মোট ৮ জন। ঘটনাটির তদন্ত শুরু করেছে সিবিআই। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের জন্য আগামী বৃহস্পতিবার অবধি অভিযুক্তদের পুলিশি হেফাজতে রাখা হবে। ঝাড়খন্ডের রাজহারা উত্তর ব্লকের কয়লা খনিতে দুর্নীতির অভিযোগে আটক করা হয়েছে তাদের। পাশাপাশি অভিযোগ ওঠে, এই কয়লা খনি থেকেই কলকাতায় বেআইনীভাবে কয়লা পাচার চক্রের সঙ্গে জড়িত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ আরও পাঁচজন।

মধু কোডার বিরুদ্ধে প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। মধু কোডা বারবার দাবি করে এসেছেন এই কেলেঙ্কারির সঙ্গে তাঁর কোনও রকম সম্পর্ক নেই। সিবিআই অফিসারদের দাবি, কেলেঙ্কারিতে মধু কোডার বিরুদ্ধে একাধিক প্রমাণ পাওয়া গিয়েছে। কেলেঙ্কারিতে ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম থাকায় বেশ অস্বস্তিতে পড়ে যায় বিজেপি। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোডার সঙ্গে সম্পর্কিত সংস্থা ‘ভিন্নি আয়রন অ্যান্ড স্টিল’-এর নাম এফআইআরে ছিল। দীর্ঘ আট বছর পর কয়লা কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হলেন মধু কোডা সহ মোট ৮ জন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*