মধ্যরাতে ভয়াবহ পথদুর্ঘটনা । বৃহস্পতিবার রাতে বাসের সঙ্গে এসইউভির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ১১ জনের। আহত আরও ১। তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বেতুল জেলায়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, মহারাষ্ট্রের অমরাবতীতে কাজ করতে গিয়েছিলেন ওই ১১জন শ্রমিক। বৃহস্পতিবার তারা মধ্যপ্রদেশে ফিরে আসছিলেন তাঁরা। কিন্তু তার আগেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিকে দাঁড়িয়ে থাকা একটি বাসে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় ঝালর থানার পুলিশকর্মীরা। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ।
পুলিশের তরফে জানানো হয়, মধ্যপ্রদেশের বেতুল জেলার ঝালর থানার কাছে রাত ২টো নাগাদ দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, গুডগাঁও ও বৈদেহির মাঝে একটি জায়গায় দাঁড়িয়েছিল বাসটি। এমনসময় দ্রুত গতিতে আসা একটি গাড়ি আচমকাই বাসটিতে ধাক্কা মারে। বাসটি খুব বেশি ক্ষতিগ্রস্ত না হলেও, গাড়িটির অভিঘাত এতটাই জোরে ছিল যে ধাক্কা মারার সঙ্গে সঙ্গে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। স্থানীয় বাসিন্দারাই বিকট শব্দ শুনে ছুটে আসেন দুর্ঘটনাস্থলে। সাতজনকে বের করা সম্ভব হলেও, গাড়িটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে বাকিদের দেহ উদ্ধারের জন্য গাড়িটিকে কাটতে হয়। পুলিশ এসে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদনন্তের জন্য পাঠানো হয়।
দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা আর্থিক অনুদানের কথা ঘোষণা করা হয়েছে। আহত ব্যক্তির চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা দেওয়ার কথা জানানো হয়েছে।
Be the first to comment