নর্মদা নদীতে বাস পড়ে মৃত্যু ১২ যাত্রীর, শোকপ্রকাশ মমতার

Spread the love

নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে নর্মদা নদীতে বাস পড়ে মৃত্যু হল ১২ যাত্রীর৷ সোমবার সকালে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের ধর জেলায়৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, ৪০-এর অধিক যাত্রীকে নিয়ে একটি বাস মহারাষ্ট্রের পুণে যাচ্ছিল৷ সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ব্রিজের রেলিং ভেঙে সোজা নদীর জলে পড়ে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় একাধিক যাত্রীর৷

এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি ৷

স্থানীয়রা জানিয়েছেন, মহারাষ্ট্রের সরকারি বাসটি যাত্রীদের নিয়ে ইন্দোর থেকে পুণে যাচ্ছিল৷ খালঘাট সঞ্জয় সেতুতে ওঠার পরই সেটি দুর্ঘটনার কবলে পড়ে৷ খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছয় পুলিস৷ বাসটিকে ক্রেনের সাহায্যে উপরে নিয়ে আসে৷ পুলিস জানিয়েছে, ১৫ জন যাত্রীকে উদ্ধার করা গিয়েছে৷ তবে বাসে ঠিক জন যাত্রী ছিলেন তা স্পষ্ট নয়৷ পুলিসের অনুমান ৪০-৫০ জন যাত্রী থাকতে পারে৷ কেউ নর্মদা নদীর জলে তলিয়ে গিয়েছেন কিনা দেখা হচ্ছে৷ চলছে তল্লাশি অভিযান৷

ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করে মৃতের পরিবারদের প্রতি সমবেদনা জানিয়েছেন৷ সেই সঙ্গে টুইট করে জানান, ধর জেলার প্রশাসনের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন৷ বাসটিকে সরিয়ে দেওয়া হয়েছে৷ আহতদের জন্য যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে৷ স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা জানিয়েছেন, দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*