ভোটের মুখে বিদ্রোহের আঁচ বিজেপি-তে ৷ ঘটনাস্থল মধ্যপ্রদেশ ৷ বিধানসভায় প্রার্থীতালিকা নিয়ে মধ্যপ্রদেশে বিজেপি নেতাদের একাংশের মধ্যে তীব্র ক্ষোভ বাসা বেঁধেছে৷ যার নির্যাস, বিদ্রোহের পরিস্থিতি তৈরি হয়ে গোটা রাজ্যে ৷ শাসকের অন্দরে ক্ষোভকে কাজে লাগাতে ব্যস্ত কংগ্রেস৷
মধ্যপ্রদেশে ২২টি আসন নিয়েই তৈরি হয়েছে যাবতীয় জটিলতা৷ এই ২২ আসনে বহু বিজেপি নেতা টিকিটের দাবি জানিয়েছেন৷ প্রার্থী তালিকা থেকে বাদ পড়তেই যেমন, টিকমগড়ের বিজেপি বিধায়ক কেক শ্রীবাস্তব দলের বিরুদ্ধেই একটি পৃথক ফ্রন্টের ঘোষণা করে দিয়েছেন৷ সিঙ্গরাউলি থেকে প্রাক্তন মন্ত্রী রাধা সিং তীব্র ক্ষোভ জানিয়েছেন৷ তাঁর বক্তব্য, কেন জগন্নাথ সিং-এর ভাই অমর সিংকে টিকিটি দেওয়া হল৷
হাতপিপালা থেকে ৪ বারের বিধায়ক ব্রিগেডিয়ার সিনহাওহ-কে টিকিট দেয়নি বিজেপি৷ তিনি ক্ষেপে গিয়ে নির্দল প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা করে দিয়েছেন৷ বিদ্রোহ ঘোষণা করেছেন বাগলির বিধায়ক চম্পালাল দেওরাও৷ খান্ডওয়ায় বিজেপি প্রার্থী দেবেন্দ্র ভার্মার বিরুদ্ধে বিক্ষোভ র্যালি করছেন বিজেপি-র যুবনেতারা৷ পান্ধানায় প্রাক্তন বিধায়ক যোগিতা বরকার টিকিট না-পেয়ে বিজেপি প্রার্থী রাম ডাংগরের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা করেছেন৷ মান্ধাতায় সিটি কাউন্সিল প্রেসিডেন্ট সন্তোষ রাঠৌর তীব্র বিরোধিতা করছেন বিজেপি প্রার্থী নরেন্দ্র সিং তোমরের ৷
গোটা রাজ্যেই বিজেপি প্রার্থী নিয়ে অশান্তি শুরু হয়েছে৷ টিকিট না-পাওয়া নেতারা সরাসরি বিদ্রোহ ঘোষণা করছেন৷ বেশির ভাগই নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ের ঘোষণা করছেন৷ ড্যামেজ কন্ট্রোলে নেমেছে মধ্যপ্রদেশ বিজেপি।
Be the first to comment