সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ হতে হবে। তবেই মিলবে ভোটের টিকিট। মধ্যপ্রদেশে বিধানসভা ভোটের আগে প্রদেশ কংগ্রসে স্পষ্ট জানিয়ে দিয়েছে একথা।
কেউ সোশ্যাল মিডিয়ায় সক্রিয় কিনা কীভাবে বোঝা যাবে? তারও একটি গাইডলাইন দিয়েছে প্রদেশ কংগ্রেস। তাতে বলা হয়েছে, যিনি প্রার্থী হতে চান, তাঁর ফেসবুক এবং টুইটার অ্যাকাউন্ট থাকতেই হবে। যে এলাকায় তিনি প্রার্থী হতে চান, সেখানে কয়েকটি হোয়াটস অ্যাপ গ্রুপের সঙ্গেও তাঁকে যুক্ত থাকতে হবে।
টুইটারে ৫ হাজার ফলোয়ার ও ফেসবুকে ১৫ হাজার লাইক পেতেই হবে।
প্রদেশ কংগ্রেস যে টুইট করবে, সঙ্গে সঙ্গে রিটুইট করতে হবে। ফেসবুকে কিছু লিখলে শেয়ার করতে হবে।
এই শর্তগুলি পূরণ হলে প্রদেশ কংগ্রেস মনে করবে সংশ্লিষ্ট ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ। যিনি প্রার্থী হতে চান শুধু তিনিই নন, দলের প্রত্যেক জনপ্রতিনিধি ও পদাধিকারীকে এই নির্দেশিকা মেনে চলতে হবে। সেপ্টেম্বরের মাঝামাঝি সবাইকে দলের তথ্যপ্রযুক্তি সেলের কাছে রিপোর্ট দিতে হবে, তিনি সোশ্যাল মিডিয়ায় কতদূর সক্রিয়।
Be the first to comment