বছর শেষেই ভোট মধ্যপ্রদেশে। টানা তিন দফায় ক্ষমতায় আছে বিজেপি। রাজ্যে সরকারবিরোধী হাওয়া প্রবল। ক্ষমতায় আসার জন্য গরুদের সেবা করার কথা বলছে কংগ্রেসও।
কংগ্রসের নেতারা ইতিমধ্যে মন্দিরে মন্দিরে গিয়ে জনসংযোগ শুরু করেছেন। রাজ্যে কংগ্রেসের ইলেকশান ইন চার্জ কমলনাথ বলেছেন, এখানে গরুদের অবস্থা খুব শোচনীয়। বিজেপি গোরক্ষার কথা বলে ঠিকই কিন্তু তাদের জন্য কিছু করেনি। আমরা ক্ষমতায় এলে প্রতিটি পঞ্চায়েত এলাকায় একটা করে গোশালা বানাব।
বিজেপির মুখপাত্র হিতেশ বাজপাই কংগ্রেসকে কটাক্ষ করে বলেছেন, এতদিনে তাদের গোরক্ষার কথা মনে পড়ল। আগে তো তারা বিফ পার্টির আয়োজন করত। গরুর সামাজিক ও অর্থনৈতিক গুরুত্বের কথা তারা কখনও বোঝেনি। কংগ্রেসের মুখপাত্র শোভা ওঝা এর জবাবে বলেন, আমরা গরু নিয়ে রাজনীতি করছি না। এটা বিশ্বাসের ব্যাপার। গোমাতার অবস্থা দেখুন। তারা এখন প্ল্যাস্টিক খেয়ে মারা যায়। এমন হওয়া উচিত নয়।
মধ্যপ্রদেশে এখন ৯০ লক্ষ গরু আছে। কিন্তু রাজ্যে রেজিস্টার্ড গোশালা মাত্র ৬০৪টি। সেখানে মাত্র দেড় লক্ষ গরুর রক্ষণাবেক্ষণ করা হয়। কয়েকলাখ গরু রাস্তায় ঘুরে বেড়ায়।
Be the first to comment