ক্ষমতা দখলের লড়াইয়ে আরও একটা সেমিফাইনাল। নির্বাচন প্রক্রিয়া শুরু মধ্যপ্রদেশ ও মিজোরামে। সকাল থেকেই দুই রাজ্যেই পোলিং বুথে লম্বা লাইন। বুধবার সকাল ৭টা থেকে ভোট শুরু হয়েছে। দুই রাজ্যেই ভোট হচ্ছে ১ দফায়। দুপুর ৩টে পর্যন্ত মধ্যপ্রদেশে ভোটদানের হার ৫০ শতাংশ এবং মিজোরামে ৬৭ শতাংশ। এদিন ভোট শুরুর আগে নর্মদা নদীর বক্ষে পুজো দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে বড় চ্যালেঞ্জর মুখে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। টানা ১৫ বছর ধরে মুখ্যমন্ত্রী পদে একা শিবারজ। এবারও কি তিনিই ক্ষমতায় ফিরবেন, সেই নিয়েই জল্পনা তুঙ্গে।জোরদার টক্করে কংগ্রেস-বিজেপি। এর আগে বিপুল ভোটে জিতে ক্ষমতায় এসেছিল বিজেপি।তবে এবার পরিস্থিতি একটু জটিল। ৫ থেকে ৬ শতাংশ ভোট কম পড়লেই শিবরাজের জন্য তা বিপজ্জনক হতে পারে বলে মনে করা হচ্ছে। ২৩০ টি আসনের দখল নিয়ে শুরু মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই ভোট দিয়েছেন কংগ্রেসের কমল নাথ সহ হেভিওয়েট প্রার্থীরা।
অন্যদিকে ৪০টি বিধানসভা আসনের লড়াই শুরু মিজোরামে। উত্তর-পূর্বের একমাত্র কংগ্রেস শাসিত রাজ্য মিজোরাম। এবার কংগ্রেসের কাছে লড়াইটা কঠিন বলেই মনে করা হচ্ছে।
Be the first to comment