আগামী ২১ মে সকাল ৯টায় প্রকাশিত হবে এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ৷ ওই দিন সকাল ১০টা থেকে মধ্যশিক্ষা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট wbbse.org, wbresults.nic.in অথবা এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে ৷ এসএমএসে ফলাফল জানতে মোবাইল ফোনের রাইট মোসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে WB10<space>ROLL NUMBER আর পাঠাতে হবে 56263 এই নম্বরে।
প্রসঙ্গত, আগামী ২১মে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকেই মার্কশিট ও শংসাপত্র পাওয়া যাবে ৷ চলতি বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০ লক্ষ ৬৪ হাজার ৯৮০। ভোটের জন্য ফলপ্রকাশে কিছুদিন দেরি হল বলে জানিয়েছে পর্ষদ ৷
Be the first to comment