জুলাইয়ের মধ্যেই মাধ্যমিকের ফলপ্রকাশ

Spread the love

পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, মাধ্যমিকের খাতা দেখা হয়ে গিয়েছে। নম্বর সংগ্রহ করার প্রক্রিয়া শুরু হতে চলেছে। আর পরিস্থিতি স্বাভাবিক হলেই ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ।’ এবার জানা গেল পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ তাদের ওয়েবসাইটে দ্রুত মাধ্যমিকের ফলাফল প্রকাশ করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। প্রত্যেক পরীক্ষককে বোর্ডের তরফে নির্দেশ দেওয়া হয়েছে আগামী ৪৮ ঘন্টার মধ্যে প্রতিটি উত্তরপত্র দেখার কাজ শেষ করতে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন জুলাই মাসের মধ্যেই প্রকাশিত হবে ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষার ফল।

বোর্ডের তরফে জানানো হয়েছে এখনও প্রায় ১০ শতাংশ পরীক্ষকের খাতা দেখা বাকি থেকে গেছে। সেই সব খাতা এখনও জমা পড়েনি প্রধান পরীক্ষকের হাতে। তাঁদের ৪৮ ঘন্টার সময় দেওয়া হয়েছে। সব খাতা হাতে পেলে প্রধান পরীক্ষকদের আরও দু’দিন সময় দেওয়া হবে বোর্ডের কাছে উত্তর পত্র জমা দেওয়ার জন্যে। বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, চারদিন পর বোর্ডের হাতে সব উত্তরপত্র আসার পরই ফাস্ট ট্র্যাক পদ্ধতিতে শুরু করা হবে ট্যাবুলেশন প্রক্রিয়া। আর তার পরেই ফল প্রকাশ করা সম্ভব হবে। ফল বেরোনোর কোনও নির্দিষ্ট তারিখের উল্লেখ না করলেও ওই আধিকারিক জানান, জুলাইয়ের মাঝামাঝি সময়ের মধ্যে সব তৈরি হয়ে যাবে। এবছর মোট২৭ লাখ খাতা দেখতে হয়েছে পরীক্ষকদের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*